পশ্চিমবঙ্গ

west bengal

বাগান খুললে ফিরবে 'ভালো দিন', আশায় ভোট দান চা শ্রমিকদের - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 4:31 PM IST

Raipur Tea Estate Workers: দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে চা-বাগান ৷ সংসার চলছে কোনও মতে ৷ ভালো দিনের আশায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ চা শ্রমিকদের ৷ বাগান খুললে রোজগার আসবে ৷ সেই আশায় দিন গুনছেন চা শ্রমিকরা ৷

Etv Bharat
ভোট দান চা শ্রমিকদের

বাগান খুললে ফিরবে 'ভালো দিন'

জলপাইগুড়ি, 19 এপ্রিল: চা বাগান রয়েছে, কারখানা রয়েছে ৷ রয়েছে মালিকও ৷ কিন্তু সবই খাতায়কলমে ৷ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে রায়পুর চা বাগান ৷ কাজ নেই শ্রমিকদের ৷ ভোটের লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আশা একটাই, খুলে থাক বন্ধ চা-বাগান ৷

আসলে এই চা বাগানের মালিক দক্ষিণ ভারতের বাসিন্দা ৷ খাতায় কলমে খোলাও রয়েছে চা-বাগান ৷ তবে তা বন্ধই বলা যায় ৷ কারখানা আছে মেশিন নেই ৷ অপারেটিং কমিটি তৈরি করে শ্রমিকরা রোজ 150 টাকা মজুরিতে চা পাতা বিক্রি করে দিন গুজরান করছেন ৷ লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করার একটাই ৷ ফের যদি খুলে যায় বন্ধ এই কারখানা ৷ তাহলে মুখে হাসি ফুটবে কয়েকশো শ্রমিকদের ৷

এক চা শ্রমিক জানান, অবস্থা খুব খারাপ ৷ এই আশায় ভোট দিয়েছি যাতে বাগানটা খুলে যায় ৷ তাহলে কাজ পাব ৷ রোজগার হবে ৷ বাচ্চারা পড়াশোনা করতে পারবে ৷ অন্য কোথাও কাজ করতে গেলে সংসার চলবে না ৷ সেখানে সপ্তাহে বা দিনের দিন টাকা দেবে না ৷ মাস শেষ হলে দেবে ৷ তাই আমরা চাই কারখানা-বাগান খুলে যাক ৷ আর এক চা শ্রমিক বলেন, "এখন আমাদের চা বাগান বন্ধ অবস্থায় রয়েছে ৷ কমিটি যেভাবে চালাচ্ছে তাতে 100-150 টাকা পাচ্ছি ৷ চা পাতা বিক্রি করে আমরা একটা হাজিরা পাই ৷ তাতে আমাদের সংসার চলে না ৷ অভাব-অনটনে দিন চলছে ৷ আমরা চাইছি, যাতে আমাদের হাজিরা প্রতিদিন 250 টাকা হয় ৷"

উল্লেখ্য, সকাল থেকেই রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই চলছে ভোটদান পর্ব ৷ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি কেন্দ্রের ভোটাররা ৷ এর মধ্যে জলপাইগুড়ির রায়পুর চা বাগানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দান দিতে দেখা গিয়েছে চা বাগান শ্রমিকদের ৷ সকাল থেকেই তিন কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন ৷ মাসকালাইবাড়ি কালী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী ডা: জয়ন্ত কুমার রায় ৷

ABOUT THE AUTHOR

...view details