পশ্চিমবঙ্গ

west bengal

শুক্রে রেখা পাত্রের সমর্থনে বসিরহাটে 4 কিলোমিটার রোড-শো শুভেন্দুর - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 10:48 PM IST

Lok Sabha Election 2024: বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে শুক্রবার বসিরহাটে রোড-শো করবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থন সভায় গিয়ে তেমনটাই জানালেন শুভেন্দু ৷ সেখানে সিপিএম নেতা মহম্মদ সেলিমকে চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করে জানান, সংখ্যালঘু (মুর্শিদাবাদ) গড়েই তিনি লড়বেন ৷ সাহস থাকলে মহম্মদ সেলিম যাদবপুর, কলকাতা উত্তর বা দক্ষিণ কিংবা ডায়মন্ড হারবারে লড়ছেন না কেন?

Lok Sabha Election 202
Lok Sabha Election 202

বসিরহাটে 4 কিলোমিটার রোড-শো শুভেন্দুর

কলকাতা, 28 মার্চ: বসিরহাট বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে শুক্রবার রোড-শো করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রার্থীকে সঙ্গে নিয়ে 4 কিলোমিটার রোড-শো করবেন শুভেন্দু অধিকারী । তাঁর কথায়, "এর আগে বসিরহাটে দু'বার আমার অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। তবে এবার কার্যত জামাই আদর করে রোড-শো'র অনুমতি আমায় দেওয়া হয়েছে।"

এদিকে রেখা পাত্রের বিরুদ্ধে সরকারি প্রকল্প নেওয়া অভিযোগ আজ, বৃহস্পতিবার প্রকাশ্যে এনেছে তমলুকের তৃণমূল। সেবিষয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু দেবাংশুকে সম্বোধন করেন 'ভাতাংশু' নামে। তারপর তাঁর সংযোজন, "একজন দলিত কন্যার ফোন নম্বর থেকে শুরু করে ব্যক্তিগত সব তথ্য প্রকাশ্যে আনা গর্হিত কাজ। তৃণমূলের কাজের জেরে ইতিমধ্যেই মহিলা কমিশন এবং এসসি কমিশনে অভিযোগ জানানো হয়েছে। যদি তাতেও ব্যবস্থা না-হয় তাহলে রেখা পাত্র উচ্চ আদালতে যাবে ৷"

উল্লেখ্য, এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনের সভা অনুষ্ঠিত হয় ৷ তাতেই যোগ দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি বলেন, "সিপিআইএম ধর্মনিরপেক্ষতার কথা বলে। এদিকে মহম্মদ সেলিম মুর্শিদাবাদে লড়ছেন ৷ সাহস থাকলে উত্তর বা দক্ষিণ কলকাতায় লড়াই করলেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায় লড়াই করলেন না কেন?" রাজ্যের বিরোধী দলনেতার মতে, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হওয়ায় মুর্শিদাবাদকে বেছে নিয়েছেন মহম্মদ সেলিম। শুভেন্দু বলেন, "72 শতাংশ সংখ্যালঘু মুর্শিদাবাদে ৷ এর আগে (2019) রায়গঞ্জ থেকে লড়েছিলেন মহম্মদ সেলিম ৷ সেখানে হেরে যান ৷ তাই তিনি মুর্শিদাবাদকে বেছে নিয়েছেন। আসলে সিপিএম এটি সাম্প্রদায়িক দল। কেন তিনি ডায়মন্ড হারবার থেকে লড়লেন না ৷"

এবছর লোকসভা কেন্দ্রকে ঘিরে একাধিক নবীন মুখ দেখা গিয়েছে সিপিএমের তরফে। তার উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, "বিপদে বাচ্চাদের এগিয়ে দেয় আর ওরা সব বসে আছেন আলিমুদ্দিনে। সায়ন, মীনাক্ষী, সৃজন বারবার বলে 'চোর ধরো জেলে ভরো'। আর ওদেরই কাকা সীতারাম ইয়েচুরি এই চোর ভাইপো ও পিসির সঙ্গে বসে ইন্ডিয়া জোট করে চিৎকার করছেন।"

আরও পড়ুন:

  1. তৃণমূলকে হারাতে অনেক বামপন্থী এখন বিজেপির সঙ্গে, যাদবপুর থেকে বার্তা শুভেন্দুর
  2. শুভেন্দুকে অকথ্য ভাষায় আক্রমণ তৃণমূল নেতার, কমিশনের দৃষ্টি আকর্ষণ বিরোধী দলনেতার
  3. উনি বিরাট নেতা, আমি সাধারণ ছেলে; ভোট নিয়ে শুভেন্দুকে পালটা কটাক্ষ প্রসূনের

ABOUT THE AUTHOR

...view details