পশ্চিমবঙ্গ

west bengal

মা-বোনেদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের জেরেই গ্রেফতার শাহজাহান, বলছে বিজেপি

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 2:40 PM IST

Updated : Feb 29, 2024, 5:10 PM IST

Suvendu Adhikari: শাহজাহান গ্রেফতার ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন, ইট'স অ্য়া আন্ডারস্যান্টিং অ্যারেস্ট ৷ এর পিছনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আশ্বাস আছে ৷ তিনি এদিন আরও বলেন, "মা-বোনেদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের জেরেই গ্রেফতার হয়েছে শাহজাহান ৷"

মা-বোনেদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের জেরেই গ্রেফতার শাহজাহান
Suvendu Adhikari

মা-বোনেদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের জেরেই গ্রেফতার শাহজাহান

কলকাতা, 29 ফেব্রুয়ারি:গ্রেফতারির পরসন্দেশখালিকাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত ৷ ভবানী ভবনে তাঁকে ইতিমধ্য়েই নিয়ে আসা হয়েছে ৷ সোশাল মিডিয়ায় শাহজাহানের গ্রেফতারি নিয়ে তিনি প্রথমে দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শেখ শাহজাহান। এরপরই তিনি উত্তর 24 পরগনার রামপুরের জেলিয়াখালিতে গিয়ে তিনি বলেন, "মা-বোনেদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের জেরেই গ্রেফতার হয়েছে শাহজাহান ৷"

শাহজাহানের গ্রেফতারির পর এদিন বিকেলে সাংবাদিক সম্মেলন করেন ডেরেক ও'ব্রায়েন ও ব্রাত্য বসু ৷ সেখানেই তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ছয় বছরের জন্য দল থেকে বরখাস্ত করা হয় ৷ এরপরই সুর চড়ায় বিরোধীরা ৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এখন গ্রেফতার, সাসপেন্ড সবটাই মুখ বাঁচানোর জন্য করছে তৃণমূল ৷ গতকাল তো তৃণমূল বলেছে কিছু হয়নি, কোনও ধর্ষণ হয়নি, বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে শাহজাহানকে গ্রেফতার করা হয়নি বরং পুলিশকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে শাহজাহান ৷ স্বাধীনতা সংগ্রামী বা অলিম্পিকে মেডেল নিয়ে এসেছে মনে হচ্ছে তার ওর হাঁটাচলা দেখে ৷ এর আগেও সুকান্ত ও শুভেন্দু গতকাল থেকেই সুর চড়িয়েছেন ৷

উল্লেখ্য, এদিন রামপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের আটকায় পুলিশ। যদিও পরবর্তীতে পুলিশি বাধা পেরিয়ে সন্দেশখালির উদ্দেশে রওনা হন শুভেন্দু অধিকারী। পুলিশের পক্ষ থেকে তাঁকে একটা জায়গায় সই করানো হয় ৷ এদিকে গতকাল বুধবার শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "মঙ্গলবার রাত 12টা নাগাদ উত্তর 24 পরগনার সন্দেশখালির বেড়মজুর-2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শাহজাহানকে ধরেছে পুলিশ। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে 'চুক্তি' করেছেন।

কী সেই চুক্তি? রাজ্যের বিরোধী দলনেতার দাবি, "চুক্তি হয়েছে পুলিশ এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তাঁর (শাহজাহানের) যথাযথ যত্ন নেওয়া হবে। কারাগারে থাকাকালীন তাঁকে বিলাসবহুল হোটেলের সুবিধা দেওয়া হবে এবং একটি মোবাইল ফোনও হাতে পাবেন।" শুভেন্দু আরও লেখেন, "এমনকী উডবার্ন ওয়ার্ডের (এসএসকেএম হাসপাতালে) একটি শয্যা তাঁর জন্য প্রস্তুত এবং খালি রাখা হবে। যদি তিনি কিছু সময় সেখানে কাটাতে চান।" যদিও এই সমস্ত কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন রামপুরে যাওয়ার সময়ও বলেন ৷ এরপরই তাঁকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন গতকাপ হাইকোর্টের রায়ের পরই আজ কেন সন্দেখালির বেতাজ বাদশা গ্রেফতার? তাহলে কি কোনও কাকতালীয় ঘটনা?

এরপরই শুভেন্দু অধিকারী বলেন, "এ ঘটনা কোনও কাকতালীয় নয় ৷ সন্দেশখালির মাতৃশক্তির দেবীশরক্তির লড়াইয়ের ফল এটা ৷ আর কিছুই নয় ৷ সবকিছু মিলেমিশে হয়েছে ৷" এদিকে, এদিন সকালে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক ভিডিয়োবার্তায় বলেন, "বিজেপির ক্রমাগত আন্দোলনের কারণে এই সরকার শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হল। সরকার অস্বীকার করছিল। আজ বিজেপি এবং সন্দেশখালির মহিলাদের আন্দোলনের কারণে সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছেন।"

আরও পড়ুন:

  1. পুলিশি ঘেরাটোপে ধোপদুরস্ত 'আত্মবিশ্বাসী' শাহজাহানকে আনা হল ভবানী ভবনে
  2. 50 দিনেরও বেশি সময়, সন্দেশখালির 'বেতাজ বাদশা' শাহজাহানের গ্রেফতারির টাইমলাইন
  3. সন্দেশখালির কোন পুলিশ আধিকারিকদের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল শাহজাহানের ? জানতে মরিয়া সিআইডি
Last Updated : Feb 29, 2024, 5:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details