পশ্চিমবঙ্গ

west bengal

আগের চেয়ে অনেকটাই ভালো, ডে-কেয়ার বিভাগে স্থানান্তর করা হল সুকান্ত মজুমদারকে

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 11:01 PM IST

Sukanta Majumdar Health Update: সন্ধ্যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্তকে দেখতে আসেন কলকাতার বেসকারি হাসপাতালে আসেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা যাদব। বিজেপির রাজ্য সভাপতিকে দেখতে আসেন বিধায়ক অগ্নিমিত্রা পালও। সুকান্তকে দেখে বেড়িয়ে তিনি বলেন, "উনি (সুকান্ত মজুমদার) খুব চিন্তায় আছেন। পুলিশ রক্ষা করার জন্য আছেন কিন্তু ওনার সঙ্গে যে ব্যবহার করেছেন তা রক্ষকের মতো নয়। পুলিশ ওনার সঙ্গে বলপূর্বক আচরণ করেছে।"

Etv Bharat
Etv Bharat

কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা যাদব

কলকাতা, 15 ফেব্রুয়ারি: নিউরো ইনসেন্টিভ ইউনিট থেকে ডে-কেয়ার বিল্ডিংয়ে স্থানান্তর করা হলো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই ভালো বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও এখনও তাঁর বিশ্রাম প্রয়োজন বলেই সূত্রের খবর। কিন্তু ওষুধের জেরে এখনও আচ্ছন্নভাব রয়েছে বিজেপর রাজ্য সভাপতির। তরল জাতীয় খাবার তাঁকে দেওয়া হচ্ছে ৷ বমি-বমি ভাব অনেকটাই কেটেছে বলে হাসপাতাল সূত্রে খবর।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্তকে দেখতে হাসপাতালে আসেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী যাদব। সুকান্তকে দেখে বেড়িয়ে তিনি বলেন, "উনি (সুকান্ত মজুমদার) খুব চিন্তায় আছেন। পুলিশ রক্ষা করার জন্য আছে কিন্তু ওনার সঙ্গে যে ব্যবহার করেছেন তা রক্ষকের মতো নয়। পুলিশ ওনার সঙ্গে বলপূর্বক আচরণ করেছে।" অন্যদিকে, আগামিকাল শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা যাদবের নেতৃত্বে বিজেপির তিন সদস্যের প্রতিনিধিদল সন্দেশখালি যাচ্ছে। এদিন বিজেপির রাজ্য সভাপতিকে দেখতে আসেন বিধায়ক অগ্নিমিত্রা পালও।

প্রসঙ্গত, এদিন সকাল থেকেই আচ্ছন্ন অবস্থায় বিজেপির রাজ্য সভাপতির। সুকান্ত মজুমদারের খাওয়ার ইচ্ছা ছিলই না বরং বমি-বমি ভাব ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। বেশি কারও সঙ্গে কথা বলার পরিস্থিতি তাঁর ছিল না বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এদিন সকালে ফোন করে বালুরঘাটের সাংসদের শারীরিক অবস্থার খোঁজ নেন লোকসভার স্পিকার ওম বিড়লাও।

বিজেপি সূত্রে খবর, স্পিকারের সঙ্গে অর্ধেক কথা বলার পর আর কথা বলতে পারেনি তিনি। পরবর্তীকালে স্পিকার কথা বলেন চিকিৎসকের সঙ্গেও। এছাড়াও বিজেপি রাজ্য সভাপতিকে দেখতে হাসপাতালে আসেন তথাগত রায়-সহ বহু বিজেপি নেতা। টাকি থেকে সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে বুধবার অসুস্থ হয়ে পড়েন রাজ্য বিজেপির সভাপতি ৷ সন্ধ্যায় কলকাতায় নিয়ে এসে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ আপাতত সুকান্তর শারীরিক অবস্থা স্থিতিশীল । কথা বললেও তাঁর শরীরে আচ্ছন্ন ভাব রয়েছে । বৃহস্পতিবার সকালে পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি ।

আরও পড়ুন:

  1. কেমন আছেন সুকান্ত? ফোনে খোঁজ নিলেন লোকসভার স্পিকার
  2. 'আদালতে দেখা হবে', সন্দেশখালি যেতে বাধা পেয়ে সড়বেরিয়া থেকে হুঁশিয়ারি শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details