পশ্চিমবঙ্গ

west bengal

গ্রেফতারির ভয়েই ইডির উপর হামলার নির্দেশ দেন, পুলিশি জেরায় স্বীকার শাহজাহানের

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 1:40 PM IST

Sheikh Shahjahan: ইডি-র হাতে গ্রেফতারির আশংকাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলার নির্দেশ দিয়েছিলেন বলে পুলিশি জেরায় স্বীকার করে নিলেন শেখ শাহজাহান ৷

ETV BHARAT
ETV BHARAT

সন্দেশখালি, 29 ফেব্রুয়ারি:ধরা পড়তেই সব পর্দা ফাঁস ! সামনে চলে এল ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার যাবতীয় পরিকল্পনার তথ্য । আদালতে সেই পরিকল্পনা ফাঁস করলেন সন্দেশখালি-কাণ্ডের 'নাটের গুরু' ধৃত শেখ শাহজাহান নিজেই । জবানবন্দিতে শাহাজাহান বিস্ফোরক দাবি করেছেন বলে সূত্রের মারফৎ জানা গিয়েছে ৷

সূত্রের দাবি, জবানবন্দিতে শাহজাহান বলেছেন,"কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র হাতে গ্রেফতারির আশংকায় হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি ।"

আদালতে জমা পড়া পুলিশের নথিতেও শেখ শাহজাহানের সেই স্বীকারোক্তির উল্লেখ রয়েছে বলে খবর সূত্রের । অর্থাৎ ইডি-র উপর হামলা যে পূর্বপরিকল্পিত ছিল, তা স্পষ্ট হয়ে গেল ।

সূত্রের খবর, আদালতে পুলিশ যে নথি দিয়েছে,তাতে জবানবন্দির বিষয়টি উল্লেখ করা হয়েছে । নথিতে স্পষ্ট বলা রয়েছে, 5 জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা তল্লাশি চালাতে গিয়েছিলেন সন্দেশখালিতে তাঁর বাড়িতে । সেদিন ভয় পেয়ে গিয়েছিলেন শেখ শাহজাহান । ইডি আধিকারিকরা সিআরপিএফ জওয়ানদের নিয়ে যাওয়ার পর তাঁর মনে হয়েছিল, ইডি তাঁকে গ্রেফতার করতে পারে । সেই কারণে অনুগামীদের ফোন করে তিনি নির্দেশ দেন, যাতে কোনওভাবে ইডি আধিকারিকরা বাড়িতে ঢুকতে না পারেন । তাঁদের উপর হামলার নির্দেশ দিয়েছিলেন শাহজাহান । এমনকি তাঁদের জিনিসপত্রও লুঠের নির্দেশ দিয়েছিলেন বলে পুলিশি জেরায় শেখ শাহজাহান স্বীকার করে নিয়েছেন ।

আদালত সূত্রে আরও খবর,পুলিশের নথিতে বুধবার রাত 1.15 মিনিটে শেখ শাহজাহানকে গ্রেফতার দেখানো হয়েছে । গ্রেফতারের পর তাঁকে নিয়ে যাওয়া হয় মিনাখাঁ থানায় । সেখানে রাতভর ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের কর্তারা । পুলিশের দাবি, জেরায় শেখ শাহজাহান তাঁর অপরাধ স্বীকার করে নিয়েছেন । পুলিশের তরফে আদালতে পেশ করা নথিতেও বিষয়টি উল্লেখ করা হয়েছে । ইতিমধ্যেই পুলিশ শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রমাণ পেয়েছে ।

এদিকে, গ্রেফতারের পরও সন্দেশখালির 'ত্রাস' শেখ শাহজাহানের চালচলনে কিন্তু এতটুকু পরিবর্তন হয়নি । আদালত কক্ষে ঢোকার সময়ও তাঁর একই মেজাজ ধরা পড়েছে । সাদা ধবধবে জামা, সাদা প্যান্ট, আর সঙ্গে ম্যাচিং করা ধূসর রঙের নেহেরু কোর্ট । পায়ে সাদা স্নিকার্স । আর চোখেমুখে একটা অদ্ভূত দৃঢ়তা । পুলিশি ঘেরাটোপে মাথা উঁচু করে এজলাসে ঢোকেন তিনি । শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে কারওই মনে হতে পারে যে,যতই অভিযোগ এবং ক্ষোভ-বিক্ষোভ থাকুক তাঁর বিরুদ্ধে, তাতে থোড়াই কেয়ার করেন শাহজাহান ! তাঁকে জেরা করে আরও কী কী তথ্য সামনে আসে, সে দিকেই নজর রয়েছে রাজ্যবাসীর ৷

আরও পড়ুন:

  1. শাহজাহানের প্রতি আমাদের কোনও সভানুভূতি নেই, বললেন প্রধান বিচারপতি
  2. পুলিশি ঘেরাটোপে ধোপদুরস্ত 'আত্মবিশ্বাসী' শাহজাহানকে আনা হল ভবানী ভবনে
  3. 50 দিনেরও বেশি সময়, সন্দেশখালির 'বেতাজ বাদশা' শাহজাহানের গ্রেফতারির টাইমলাইন

ABOUT THE AUTHOR

...view details