পশ্চিমবঙ্গ

west bengal

কংগ্রেস-আইএসএফ রাজনৈতিক আবর্জনা, তীব্র কটাক্ষ নরেনের - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 10:49 PM IST

Naren Chatterjee: লোকসভা নির্বাচনের আগে বিস্ফোরক মন্তব্য ফরওয়ার্ড ব্লক নেতার ৷ কংগ্রেস, আইএসএকে রাজনৈতিক আবর্জনা বলে কটাক্ষ ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়ের ৷

Etv Bharat
ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়

কলকাতা, 8 এপ্রিল: জোটের জট কেটে গিয়েছে ৷ এখন 'একলা চলো' পন্থাই বেছে নিয়েছে আইএসএফ ৷ এবার কংগ্রেস, আইএসএফকে রাজনৈতিক আবর্জনা বলে চরম আক্রমণ ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের। কংগ্রেসের সঙ্গে সিপিএম ছাড়া কোনও বাম শরিক জোট করেনি বলেও তাঁর দাবি।

এরপরই নাম না করে কংগ্রেস ও আইএসএফ-দুই দলকে রাজনৈতিক আবর্জনা বলে আক্রমণ করেন তিনি। নিজেদের দলের অবস্থান স্পষ্ট করে বলেন, "কোচবিহার লোকসভা কেন্দ্রে কংগ্রেস নাটক করছে। করুক। তবে সেই লোকসভা আসনের সঙ্গেই বারাসত ও পুরুলিয়া দুই কেন্দ্রে লড়াই করব আমরা।" তাঁর দাবি, সিপিএম ছাড়া বামফ্রন্টের কোনও শরিকের সঙ্গে কংগ্রেস আলোচনায় বসেনি ৷ ফলে আসন সমঝোতাও হয়নি।

তিনি বিজেপি, তৃণমূল ও কংগ্রেসকে এক সারিতেই দাঁড় করান। তিনি ইঙ্গিত দেন যেখানে বামফ্রন্ট প্রার্থী নেই সেখানে সিপিআইএমএল বা এসইউসিআই মতো দলকে তাঁরা সমর্থন দেবেন। তাঁর মতে, বাংলার মানুষ এখনও চান বামপন্থীরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুক। রাজ্যের মানুষ বামপন্থীদের বিশ্বাস করেন। বাম শক্তি বাড়ানোর বদলে চারটি 'রাজনৈতিক আবর্জনা' আনায় বিশ্বাস করেন না।

পাশাপশি যেখানে বামফ্রন্টের প্রার্থী নেই সেই সব আসনে অন্য বামদলগুলির প্রার্থীদের সমর্থনের কথা জানান তিনি। তিনটি লোকসভা কেন্দ্র কোচবিহার, বারাসত, পুরুলিয়া তারা লড়াই করবেন বলেও তিনি জানান। এদিন দলের রাজ্য দফতর হেমন্ত বসু ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন নরেন।

আরএসপি নেতা দেবব্রত বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি একটি মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন ফরওয়ার্ড ব্লক নেতা। এদিন কোনও রাখঢাক না করেই তিনি জানান, সিপিএমের আগেই বোঝা উচিত ছিল সাম্প্রদায়িক শক্তি আমাদের সঙ্গে চলতে পারে না। পাশাপাশি কংগ্রেসের উদার অর্থনীতি ও রাজ্যের 72-র সন্ত্রাসের প্রসঙ্গে তুলে এনে তিনি জানান বামপন্থীরা ঐক্য চায় তবে সেটা কংগ্রেসের সঙ্গ নয়।

আরও পড়ুন

1. বড় পরিবারে তু তু ম্যায় ম্যায় হয়, মোদির সভার পরই টিজ্ঞার উপর রাগ গলে জল বারলার !

2.ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি লস্করের, মমতাকে দুষে মোদি-অমিত শরণে শান্তনু

3.ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details