পশ্চিমবঙ্গ

west bengal

আধার কার্ড বাতিল ইস্যুতে পশ্চিমবঙ্গ নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়ে পাশে থাকার বার্তা মমতার

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 6:58 PM IST

Mamata Banerjee on Aadhar Cancel Issue: আধার কার্ড বাতিল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ এই নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা সোমবার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এই নিয়ে তিনি চিঠি লিখে পাশে থাকার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গ নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যানকেও ৷

Mamata Banerjee on Aadhar Cancel Issue
Mamata Banerjee on Aadhar Cancel Issue

কলকাতা, 20 ফেব্রুয়ারি: আধার কার্ড বাতিল ইস্যুতে পশ্চিমবঙ্গ নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্যকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার এই নিয়ে তিনি তোপ দেগেছিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷ যাঁদের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে, তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথাও জানিয়েছিলেন ৷ তিনি এই নিয়ে চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ তার পর এই নিয়ে চিঠি লেখেন পশ্চিমবঙ্গ নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যানকে ৷

সোমবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যানকে একটা চিঠি দেওয়া হয়েছে ৷ সেখানে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘রাজ্যের তফসিলি সম্প্রদায়ভুক্ত মানুষদের আধার কার্ড বন্ধ করে দেওয়া সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আমি পেয়েছি । আমি আপনার মাধ্যমে রাজ্যের এমন সকল মানুষ যাঁরা এই কার্ড বন্ধের কেন্দ্রীয় সরকারি বার্তা পেয়েছেন, তাঁদের জানাতে চাই যে এই নিয়ে কোনোরকম ভয় বা চিন্তা করার কোনও কারণ নেই । আমাদের সরকার সবসময় আপনাদের পাশে আছে । সরকারি যেসব সুযোগসুবিধা আপনারা পান, এই কারণে তা কখনও বন্ধ করতে দেওয়া হবে না ।’’

পশ্চিমবঙ্গ নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চিঠি

ওই চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘‘আমরা ইতিমধ্যেই ‘রাজ্যের আধার কার্ড সমস্যা পোর্টাল’ চালু করার সিদ্ধান্ত
নিয়েছি । আগামিকাল থেকে সেটা চালু হয়ে যাবে । এই পোর্টালে যাঁরা এই চিঠি পেয়েছেন, তাঁরা তাঁদের এই সংক্রান্ত তথ্য জানাতে পারবেন ।’’

প্রসঙ্গত, আধার কার্ড বন্ধের অভিযোগ নিয়ে মতুয়া তথা নমঃশূদ্র শ্রেণির মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে । পশ্চিমবঙ্গ নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্যকে চিঠি দিয়ে এই শ্রেণির মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করলেন মমতা ।

আরও পড়ুন:

  1. আধার বাতিল কেন্দ্রীয় চক্রান্ত, প্রয়োজনে আলাদা কার্ড দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর
  2. রাজ্যকে অন্ধকারে রেখে নিষ্ক্রিয় করা হচ্ছে আধার, প্রতিবাদ করে মোদিকে চিঠি মমতার
  3. আধার বাতিল নিয়ে সরব সাকেত গোখলে, চারটি বিষয়ে কর্তৃপক্ষের ব্যাখ্যা চাইলেন তৃণমূল সাংসদ

ABOUT THE AUTHOR

...view details