পশ্চিমবঙ্গ

west bengal

তাপপ্রবাহের সতর্কতায় আসানসোলে মমতার সভায় জলের পাউচের ব্যবস্থা - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 10:28 AM IST

Lok Sabha Election 2024: আজ আসানসোলে জোড়া সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে সভা রয়েছে তাঁর ৷ আগামী 13 মে এই লোকসভা কেন্দ্রে নির্বাচন ৷

Etv Bharat
Etv Bharat

তাপপ্রবাহের সতর্কতার মধ্যে আসানসোলে জোড়া সভা মুখ্যমন্ত্রীর

আসানসোল, 27 এপ্রিল:তৃতীয় দফার প্রচারে শনিবার আসানসোলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ আসানসোল ও কুলটিতে সভা করবেন তিনি ৷ আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে জোড়া সভা মুখ্যমন্ত্রীর ৷ কুলটির ইস্কো বাইপাস রাস্তার পাশে কিশোর বাহিনীর মাঠ এবং আসানসোল উষাগ্রাম স্কুল ময়দানে দু’টি সভা অনুষ্ঠিত হবে। তাপপ্রবাহের কথা মাথায় রেখে প্রায় 21 হাজার জলের পাউচের ব্যবস্থা করেছে তৃণমূল।

আগামী 13 মে আসানসোল লোকসভা নির্বাচন । লোকসভা ভোটের আগে আসানসোলে এই প্রথমবার এত বড় মাপের একটি সভা হচ্ছে । মুখ্যমন্ত্রীর এই সভা দিয়েই আসানসোলের ভোট প্রচারে গতি বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, "মানুষজনের মধ্যে বিরাট উচ্ছ্বাস এই দুই সভা ঘিরে। আশা করছি, প্রায় 50 হাজার মানুষ আসবেন উষাগ্রামের এই সভাতে । কুলটির সভাতেও প্রচুর মানুষ আসবেন । রোদের তাপে জনসাধারণের যাতে সমস্যা না-হয়, তার জন্য মাথার ছাউনি দেওয়া বিরাট সভাস্থল করা হচ্ছে।"

পাশাপাশি আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায় জানান, প্রচণ্ড গরমে মানুষজন সভায় আসবেন ৷ তাই প্রায় 21 হাজার জলের পাউচের অর্ডার দেওয়া হয়েছে । সভায় মানুষের যাতে জলকষ্টে না-পড়েন তাই এই বিপুল পরিমাণ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে ৷ এছাড়াও পৌরনিগমের জলের গাড়ি থাকবে সভাস্থলে। কেউ অসুস্থ হয়ে পড়লে যাতে তাড়াতাড়ি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া যায় তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে।

একদিকে প্রচন্ড গরম, তাপপ্রবাহ চলছে আসানসোলে। আর এই অবস্থায় মুখ্যমন্ত্রীর সভা। এই সভায় আসা মানুষজন গরমের কারণে অসুস্থ হয়ে পড়লে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখছে তৃণমূল কংগ্রেস। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । আসানসোলে এই মুহূর্তে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে বইছে প্রচন্ড পরিমাণে লু। সেই কারণে হিটস্ট্রোকের সর্তকতা দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য দফতর থেকে। সেই অবস্থায় এত ভিড়ে মুখ্যমন্ত্রী জনসভা সুষ্ঠুভাবে পরিচালনা করা, তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন:

  1. আগে আমি ভাবতাম আরএসএস মানে ত্যাগী..., দাঁতনের সভায় মন্তব্য মমতার
  2. প্রাণহানীর আশঙ্কা, বর্ধমানে মমতার সভায় ‘বজ্র আঁটুনি’

ABOUT THE AUTHOR

...view details