পশ্চিমবঙ্গ

west bengal

নাচেগানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নববর্ষ পালনে মুখ্যমন্ত্রী - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 3:32 PM IST

Nababarsha 2024: ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার সেখানেই নববর্ষ উদযাপন করবেন তৃণমূল নেত্রী ৷

Mamata Banerjee in North Bengal
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ডাবগ্রাম, 14 এপ্রিল: নাচে-গানে-আনন্দে বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে এবার শহর কলকাতায় নয়, তাঁর গন্তব্য উত্তরবঙ্গ । নির্বাচনের শত ব্যস্ততার মধ্যে বাংলা নববর্ষ পালন করবেন মুখ্যমন্ত্রী। শনিবার সেই অনুষ্ঠানের কথা নিজেই ঘোষণা করেন। ফলে রবিবার বিকেলে চালসায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তা নিয়ে ব্যস্ততা তুঙ্গে ৷

শনিবার মুখ্যমন্ত্রী শিলিগুড়ি সংলগ্ন জাবরাভিটায় জনসভার পর হেলিকপ্টারে প্রথমে বাগডোগরা বিমানবন্দর পৌঁছন। সেখানে বিমানে করে কলকাতায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। নববর্ষ উপলক্ষে নববর্ষের প্রাক্কালে কালীঘাট মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী ৷ সোশাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছেন ৷

পুজো দেওয়ার ছবি শেয়ার করে তিনি লেখেন, "মা-মাটি-মানুষের হিতার্থে পুজো দিলাম। প্রার্থনা জানালাম আমার প্রাণপ্রিয় রাজ্যবাসী তথা ভারতবাসী যেন ভালো থাকে, সুস্থ থাকে। সর্বশক্তিমানের স্নেহ বর্ষণে নতুন বছরের প্রতিটি মুহূর্ত সুন্দর হয়ে উঠুক আপনাদের। সুখ, সমৃদ্ধি, শান্তি এবং আনন্দের ছোঁয়া লাগুক প্রতিটি ঘরে ঘরে। শান্তি-সম্প্রীতি, ঐক্য-সৌভ্রাতৃত্বের বন্ধনে চির আবদ্ধ থাকুক আমার প্রিয় বাংলার সকল হৃদয়।"

রবিবার দুপুরে ফের বিমানে প্রথমে বাগডোগরা বিমানবন্দর হয়ে হেলিকপ্টারে চালসায় যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো । চালসাতেই নববর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই লোকশিল্পীরা উপস্থিত হয়েছেন অনুষ্ঠানস্থলে ৷ জানা গিয়েছে, রাতে চালসাতেই থাকবেন। প্রতিবারই মুখ্যমন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নববর্ষ পালন করেন। কিন্তু এবছর উত্তরবঙ্গে প্রথম দফার লোকসভা নির্বাচন থাকায় অনেকটা সময় এখানেই কাটাচ্ছেন।

গত দশ দিন ধরে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী। আর লোকসভা নির্বাচনের কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রচার সারছেন নেত্রী ৷ চালসায় নববর্ষ পালনের পর সোমবার কোচবিহারে সভা করবেন। জানা গিয়েছে, আলিপুরদুয়ারের বীরপাড়া ও জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করবেন। সেসব সেরে ফের শিলিগুড়িতে মিছিল করার কথা মুখ্যমন্ত্রীর। এরপর অসমের শীলচর যাবেন। অসমের চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল । সেখানে প্রচার সারার পর উত্তর দিনাজপুর, দক্ষিন দিনাজপুর ও মালদায় প্রচার সারবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন

1. বর্ষশেষে কালীঘাট মন্দিরে মমতা, স্কাইওয়াক নিয়ে বড় ঘোষণা

2.'পাতুরি রাজনন্দিনী থেকে' 'বেনারসি আবার খাব'- নববর্ষের বাজারে বিপুল চাহিদা মিষ্টির

3.রবিবার আলিপুরদুয়ারে রাজনাথের সভা, মিঠুনের মেগা-শো দেখবে জলপাইগুড়ি

ABOUT THE AUTHOR

...view details