পশ্চিমবঙ্গ

west bengal

বিজেপির গড় ধুলিসাৎ হয়ে যাবে, প্রচারে নেমেই হুংকার উত্তর মালদার তৃণমূল প্রার্থীর

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 8:22 PM IST

TMC Candidate Prasun Banerjee: উত্তর মালদায় বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷ গতবার বিশাল মার্জিনে জিতেছিলেন তিনি ৷ এবার তাঁর প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার প্রচারে নেমেছেন প্রাক্তন পুলিশ কর্তা ৷ প্রথমদিনের প্রচারেই গেরুয়া গড় ধুলো করে দেওয়ার হুংকার তাঁর ৷ গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও সতর্ক তিনি ৷

Prasun Banerjee
Prasun Banerjee

প্রচারে নেমেই হুংকার উত্তর মালদার তৃণমূল প্রার্থীর

মালদা, 12 মার্চ:বিজেপির গড় বলে পরিচিত উত্তর মালদা লোকসভা কেন্দ্র ৷ প্রচারে নেমেই গেরুয়া গড় ও ঘর দুই ধুলিসাৎ করে দেওয়ার হুংকার শোনা গেল উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় গলায় ৷ প্রতিপক্ষ বিজেপি কয়েকদিন বেশি সময় হাতে পেয়েছে ৷ গেরুয়া ঝান্ডা চলে গিয়েছে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত ৷ তাই আর দেরি করা যায় না ৷ সোমবার রাতে মালদায় পা রেখেই মঙ্গলবার থেকে প্রচারে নেমে পড়লেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন পুরাতন মালদা শহর এলাকা থেকে প্রচার শুরু করেন তিনি ৷ সঙ্গে ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ-সহ একাধিক কাউন্সিলর ৷ তবে প্রথম দিন নবরঞ্জন সিনহা ছাড়া বড়সড় স্থানীয় কোনও তৃণমূল নেতাকে প্রচারে দেখা যায়নি ৷

ঊনিশের নির্বাচনে মালদার বরিন্দ এলাকার চারটি ব্লকে বিশাল মার্জিনে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷ এই চারটি ব্লকের মধ্যে রয়েছে তিনটি বিধানসভা কেন্দ্র৷ মালদা, হবিবপুর ও গাজোল ৷ গত লোকসভা নির্বাচনে পুরাতন মালদা শহর থেকেও বেশ ভালো মার্জিনে এগিয়ে ছিল গেরুয়া শিবির ৷ নিজে পুলিশ সুপার থাকাকালীনও এই তিন কেন্দ্রে ঘাসফুলের পরাজয় দেখেছেন প্রসূন ৷ তাই জেলায় পা দিয়েই তাঁর নজরে এই তিন বিধানসভা কেন্দ্র ৷ এ দিন সেকথা স্বীকারও করে নেন তিনি ৷ কিন্তু একসময় তিনি এই জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব খুব কাছ থেকে দেখেছেন ৷ খুব ভালো করেই জানেন, এই দ্বন্দ্ব মেটাতে না পারলে তাঁকে হারাতে বিরোধীদের কোনও প্রয়োজন নেই ৷ দলের লোকজনই যথেষ্ট ৷ তাই প্রথম থেকেই এ নিয়ে সতর্ক তিনি ৷

প্রসূনের বক্তব্য, নেতৃত্ব যেভাবে একজোট হয়ে কাজ শুরু করেছে তাতে উত্তর মালদা কেন্দ্রে তৃণমূলের বিপুল জয় শুধু সময়ের অপেক্ষা ৷ ইতিমধ্যে দলের নেতা-কর্মীরা প্রচার শুরু করে দিয়েছেন ৷ আজ তিনিও নিজের হাতে দেওয়াল লিখলেন ৷ এখানকার দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন ৷ আলাপচারিতাও হবে ৷ বিকেলে হবিবপুর যাওয়ার ইচ্ছে রয়েছে তাঁর ৷

তৃণমূল প্রার্থীর কথায়, "গত নির্বাচনে পুরাতন মালদা শহর-সহ মালদা কেন্দ্রে অন্য দল জিতেছিল ৷ ওরা যেখানে যেখানে জিতেছিল, আমরা সেই জায়গাগুলিতে ঢুকে আঘাত করব ৷ বিজেপির গড়, ঘর সব ধুলো হয়ে যাবে ৷ আমার প্রচারের মূল ইস্যু, যে কেন্দ্রীয় সরকার শুধু প্রতিশ্রুতি দেয়, কোনও কাজ করে না, বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করে তাদের ক্ষমতায় থাকা উচিত নয় ৷ বিজেপি আমলে মনে হচ্ছে, বাঙালি হয়ে জন্মানোটা যেন অপরাধ ৷ বাঙালি মানে শুধু হিন্দু নয়, সব জাতি, সব ধর্মের মানুষ বাংলায় বাস করেন ৷ ওরা মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করে যায় ৷ এটা আমরা মানছি না ৷ আর কাজ ! দু'হাত দিয়ে কাজ তো পশ্চিমবঙ্গ সরকারই করছে ৷ বিজেপি কোথাও থাকবে না ৷"

আরও পড়ুন:

  1. নদী ভাঙন ও শিল্প নিয়ে ক্ষুব্ধ ভোটাররা, খগেন মুর্মুর 5 বছরের খতিয়ান
  2. রাজনীতিতে অচেনা দুই প্রার্থী নিয়ে আলোচনা তৃণমূলের অন্দরে, থাকছে অন্তর্ঘাতের সম্ভাবনাও
  3. প্রতিপক্ষ কে জানেন না, তবুও মালদা দক্ষিণে জয় নিয়ে নিশ্চিত বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী

ABOUT THE AUTHOR

...view details