পশ্চিমবঙ্গ

west bengal

কবে প্রকাশিত হবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফলাফল? প্রকাশ্যে তারিখ - Madhyamik and HS Results

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 8:36 PM IST

Updated : Apr 25, 2024, 8:42 PM IST

WBBSE and HS Result 2024: ভোটের ফলাফলের আগেই বেরোচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল ৷ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ফলাফল প্রকাশের দিন ঘোষণা করা হল ৷

Etv Bharat
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল

কলকাতা, 25 এপ্রিল: বড় ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। আগামী 2 মে প্রকাশিত হচ্ছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। অন্যদিকে, 8 মে প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফল। ফলপ্রকাশের দিনই রাতে মার্কশিট পাবেন সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হওয়ার এক সপ্তাহ পর রেজাল্ট হাতে পাবে তারা। তবে দুটো পরীক্ষার ফল ঘোষণার এক ঘন্টা পর থেকেই অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবে সকল পরীক্ষার্থী। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব অফিসিয়াল পেজেই ফলফল দেখা যাবে।

পরীক্ষা শেষের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সঙ্গে নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং সংসদের সভাপতি দু'জনেই সাংবাদিক বৈঠক করেছিলেন। সাংবাদিক বৈঠকে দুই সভাপতি জানিয়েছিলেন, পরীক্ষা শেষের 90 দিনের মাথায় সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী ফল প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, তাঁরা ফল প্রকাশের জন্য প্রস্তুত। সরকার অনুমতি দিলেই ফল প্রকাশ করবেন। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে মাধ্যমিকের ফলাফলের। তারপরেই বৃহস্পতিবারর ফলাফল প্রকাশের দিন ঘোষণা করা হল।

এই বছর মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের সংখ্যা ছিল মোট 9 লাখ 23 হাজার 13 জন। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 2675টি। পরীক্ষা শুরু হয়েছিল সকাল 9টা বেজে 45 মিনিটে এবং শেষ হল বেলা 1টায়। অপরদিকে উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7 লাখ 90 হাজার 221 জন। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 827টি। মাধ্যমিকের মতো এবার উচ্চমাধ্যমিকেও পরীক্ষা শুরু হয়েছিল সকাল 9টা বেজে 45 মিনিটে ৷ শেষ হয় বেলা 1টায় ৷ অন্যদিকে, এইবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি। শেষ হয়েছিল 12 ফেব্রুয়ারি। 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা যা শেষ হয়েছিল 29 ফেব্রুয়ারি।

Last Updated : Apr 25, 2024, 8:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details