পশ্চিমবঙ্গ

west bengal

ফের উত্তপ্ত নন্দীগ্রাম! আগুনে পুড়ে ছাই বিজেপি পার্টি অফিস, অভিযুক্ত তৃণমূল - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 9:22 PM IST

Updated : Apr 17, 2024, 11:07 PM IST

BJP-TMC Clash: ভোট যত এগিয়ে আসছে, ক্রমশ রাজনৈতিক উত্তপ্ত হয়ে উঠছে নন্দীগ্রাম। অভিযোগ,গতকাল রাতের অন্ধকারে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউদখালী 270 নম্বর বুথে রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। আর এই ঘটনায় আবার নতুন করে রাজনৈতিক ভাবে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম।

BJP-TMC Clash
ফের উত্তপ্ত নন্দীগ্রাম! আগুনে পুড়ে ছাই বিজেপি পার্টি অফিস, অভিযুক্ত তৃণমূল

ফের উত্তপ্ত নন্দীগ্রাম

নন্দীগ্রাম, 17 এপ্রিল: নন্দীগ্রামে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

ভোট যত এগিয়ে আসছে, ক্রমশ রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে নন্দীগ্রামে । মঙ্গলবার, রাতের অন্ধকারে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউদখালী 270 নম্বর বুথে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ বেড়েছে নন্দীগ্রামে । এই ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷

অপরদিকে বিজেপির তোলা এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । শাসকদলের দাবি, বিজেপির আদি ও নব্যের লড়াই চলছে। ওই গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে ৷ এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই । শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এদিন এলাকা পরিদর্শনে যান । তারপর এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "রাতের অন্ধকারে দুষ্কৃতীর দল আমাদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে সব পুড়িয়ে ছাই করে দেয়। এই এলাকার এখনও আমি সাংসদ রয়েছি । আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। নির্বাচন কমিশনের দ্বারস্ত হব । "

অপরদিকে নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জয়ন্তী মণ্ডল বলেন, "এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে। কারণ, ওই এলাকায় তৃণমূলের একটা ঝান্ডাও দেখতে পাবেন না। আসলে, এখন নন্দীগ্রামে বিজেপির আদি ও নব্যের মধ্যে লড়াই চলছে। এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল । আসলে এখন বিজেপি লজ্জায় বলতে পারছে না । তাই তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে । এতে তৃণমূলের কোনও অসুবিধা হবে না ৷"

আরও পড়ুন:

  1. চন্দননগরে দুই বিজেপি কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল
  2. কাজ দিতে ব্যর্থ তৃণমূল ! 'বহিরাগত' শ্রমিকদের পথ আটকে দিল শাসকদলেরই একাংশ
  3. আলুওয়ালিয়ার সভার আগে বিজেপি নেতাদের মারধর! কাঠগড়ায় শাসকদল
Last Updated : Apr 17, 2024, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details