পশ্চিমবঙ্গ

west bengal

অস্বস্তিকর গরমে স্বস্তি অধরাই, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 8:00 AM IST

West Bengal Weather Update: ফাল্গুনের শেষেই পারদ ঊর্ধ্বমুখী ৷ তার জেরে রাজ্যের দক্ষিণে হালকা বৃষ্টি চলছে ৷ আজ অবশ্য বৃষ্টি কমবে ৷ তবে শনি-রবি বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷

ETV Bharat
দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি

কলকাতা, 15 মার্চ: চৈত্রমাস আসছে ৷ এদিকে এর মধ্যেই দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি পেরিয়ে 33 ডিগ্রির ঘরে ঢুকে পড়েছে ৷ পশ্চিমের জেলাগুলিতে গরম এখনই চোখ রাঙাচ্ছে ৷ ফলে অস্বস্তি শুরু হয়েছে জেলাজুড়ে ৷ বৃহস্পতিবার আকাশে মেঘ থাকলেও সর্বত্র বৃষ্টি হয়েছে এমনটা নয় ৷ দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে ৷ তবে এই বৃষ্টি স্থানীয় মেঘের কারণে, তাই সাময়িক ৷ এদিন দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়ার কয়েকটি অঞ্চলে বৃষ্টি হয়েছে ৷ বিক্ষিপ্ত-হালকা বৃষ্টিতে তাপমাত্রার কোনও পরিবর্তন হয়নি ৷ কারণ শুষ্ক আবহাওয়ায় বাতাসে জলীয়বাষ্পের প্রবেশের কারণেই এই বৃষ্টি ।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত এই হালকা বৃষ্টি চলবে ৷ আজ 15 মার্চ, শুক্রবার গত দু'দিনের তুলনায় গরম কিছুটা বেশি থাকবে ৷ তবে কমবে বৃষ্টি ৷ উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে ৷ শনি ও রবিবার ফের বৃষ্টি বাড়বে ৷ শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা আছে ৷ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

17 তারিখ, রবিবারও কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ 18 তারিখ বৃষ্টির পরিমাণ ফের কমে যাবে ৷ আবার 19 জানুয়ারি মঙ্গলবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাড়বে ৷ পুরো পর্বটাতেই বৃষ্টি কমবেশি বৃষ্টি হবে ৷ এর কারণ তাপমাত্রা বৃদ্ধি ৷ পশ্চিমের জেলাগুলিতে কয়েকটি জায়গায় তাপমাত্রা 36-37 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে ৷ তাপমাত্রার বৃদ্ধি এবং জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বৃদ্ধি ও পশ্চিমী ঝঞ্ঝার কারণেই স্থানীয়ভাবে এই বৃষ্টি হচ্ছে ৷ উত্তরবঙ্গে আগামী পাঁচদিন মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে ৷

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ ৷ আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. আহত মমতার আরোগ্য কামনা মোদির, বিশালাক্ষী মন্দিরে পুজো দিলেন সাংসদ দেব
  2. ডেডলাইন শুক্রবার, একদিন আগেই ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন
  3. শাবকদের বাঁচাতে গিয়ে নীলগাইয়ের হামলার মুখে, মর্মান্তিক মৃত্যু নৌবাহিনীর তরুণ নাবিকের

ABOUT THE AUTHOR

...view details