পশ্চিমবঙ্গ

west bengal

মহিলাকে খুনে অভিযুক্ত স্বামী ও ছেলে, গ্রেফতার এক - MURDER in Dakshin Dinajpur

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 1:08 PM IST

Updated : Apr 29, 2024, 6:14 PM IST

Women Murder: মহিলকে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামী ও ছেলের বিরুদ্ধে ৷ পারিবারিক অশান্তির জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ দিনাজপুরের বংশিহারী থানার পুলিশ ৷ ঘটনার পর থেকেই পলাতক মৃতের স্বামী ৷

Etv Bharat
Etv Bharat

বংশিহারী, 29 এপ্রিল: মহিলাকে খুনের অভিযোগ তাঁর স্বামী ও ছেলের বিরুদ্ধে। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারী ব্লকের গৌরিপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম সোভিয়া রবিদাস (65)। অভিযুক্ত ছেলে মিঠুন রবিদাস গ্রেফতার হলেওপলাতক মৃতার স্বামী। ঘটনায় তদন্ত শুরু করেছে বংশিহারী থানার পুলিশ। অভিযুক্ত মিঠুন রবিদাসকে বংশিহারী থানার পক্ষ থেকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় ৷

স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেলে তাঁদের বাড়ির পাশে একটি মেলার পাশাপাশি একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছিল ৷ তা নিয়েই ওই গৃহবধূর সঙ্গে স্বামী পূর্ণ রবিদাস এবং ছেলে মিঠুন রবিদাস-এর মধ্যে অশান্তি লেগেছিল। মিঠুন রবিদাস নিয়মিত মাদক সেবন করত ৷ স্বামী পূর্ণ রবিদাস কৃষিকাজ করেন । অভিযোগ, রবিবার অশান্তির সময়ে হঠাৎই শাবল দিয়ে ওই গৃহবধূর মাথায় আঘাত করে বাবা ও ছেলে ৷ মাটিতে লুটিয়ে পড়েন ওই গৃহবধূ ৷ এরপরই বধূর দেহটি বাড়িতে থাকা একটি নিম গাছের মধ্যে ঝুলিয়ে দেয় তারা ৷ সোমবার সকালে এই ঘটনার এলাকায় ছড়িয়ে পড়ে ৷ তারপর থেকে পলাতক স্বামী পূর্ণ রবিদাস ৷ গা ঢাকা দিতে মিঠুন রবিদাস বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে এলাকার লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় ৷

মৃতার দাদা লক্ষণ রবিদাস জানান, তিনি আজ সকালে বোনের মৃত্যুর খবর জানতে পেরেছেন ৷ বংশিহারী থানার পুলিশ শাবলটিও উদ্ধার করেছে। পারিবারিক অশান্তির জেরেই তাঁর বোনকে খুন করা হয়েছে বলে দাবি লক্ষণ রবি দাসের ৷ মৃতের দাদা আরও বলেন, "বোনের কাছে টাকা পয়সা চাইত। এদিনই হয়ত টাকা পয়সা চেয়েছিল ৷ বোন সেটা না-দেওয়ার কারণেই খুন হতে হয়েছে ৷ ওর স্বামী পূর্ণ রবিদাস এবং ছেলে মিঠুন রবিদাস মদ খেয়ে এসে মারধর করে খুন করেছে বোনকে।" অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।

বংশিহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম গোপ জানান, গৌরীপাড়া এলাকা থেকে এদিন সকালে পুলিশ মহিলার দেহ উদ্ধার করেছে। মহিলাকে খুন করা হয়েছে, না অন্য কোনও ঘটনা তা তদন্তের পরই জানা যাবে ৷ মৃতার বাপের বাড়ির পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃতার ছেলেকে ধরা হয়েছে ৷ তবে মৃতার স্বামী পলাতক । তার খোঁজ চলছে ।

আরও পড়ুন:

  1. উত্তপ্ত কলকাতা ! বাগুইআটিতে খুন তৃণমূল কর্মী, কসবায় মাথা ফাটল বিজেপি নেত্রীর
  2. পুরুলিয়ায় তৃণমূল নেতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য, খুনের অভিযোগ দলের
  3. রাস্তার পাশে ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার গাইঘাটায়, গ্রেফতার ভাই
Last Updated : Apr 29, 2024, 6:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details