পশ্চিমবঙ্গ

west bengal

2025 সালের মধ্যে 75 লক্ষ প্রেসার ও সুগারের রোগীদের চিকিৎসার আওতায় আনার লক্ষ্য স্বাস্থ্য ভবনের

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 5:51 PM IST

Swasthya Bhawan: লক্ষ্য 2025 ৷ এর মধ্যে রাজ্যের 75 লক্ষ প্রেসার ও সুগারের রোগীদের চিকিৎসার আওতায় আনতে চলেছে স্বাস্থ্য ভবন ৷ এই কাজের জন্য করা হয়েছে নির্দিষ্ট পরিকল্পনা ৷

Swasthya Bhawan
স্বাস্থ্য ভবন

কলকাতা, 27 ফেব্রুয়ারি: ঘরে ঘরে চেনা শত্রুর নাম প্রেসার ও সুগার । অচিরেই মানুষের শরীরে বেড়ে চলেছে এই রোগ ৷ যা কি না অন্য রোগের মূল কারণ । এর চিকিৎসা থাকলেও নির্মূল করার উপায় নেই । ফলে বহু মানুষের এই রোগের কারণে মৃত্যু পর্যন্ত হয় । তবে এবার মাঠে নামল স্বাস্থ্য ভবন । 2025 সালের মধ্যে 75 লক্ষ হাই প্রেসার ও সুগারের রোগীকে চিকিৎসার আওতায় আনার পরিকল্পনা স্বাস্থ্য দফতরের । এই মর্মে রাজ্যের সবক'টি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং সব মেডিক্যাল কলেজের সুপার তথা উপাধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সর্বশেষ ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (5) অনুযায়ী, বাংলার 19 শতাংশ প্রাপ্তবয়স্ক সুগার এবং 20 শতাংশ প্রাপ্তবয়স্ক হাই প্রেসারের সমস্যায় ভুগছে । সংখ্যার দিক থেকে তা হল যথাক্রমে 90 লক্ষ এবং 1 কোটি । তার মধ্যেই 75 লক্ষ সুগার ও প্রেসারের রোগীকে সরকারি হাসপাতালে চিকিৎসার মধ্যে আনার লক্ষ্য স্থির করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে । কিন্তু লক্ষ্য স্থির করলেও তা পূরণ হবে কী করে?

  • প্রথমত,30 বছর ঊর্ধ্ব রাজ্যবাসীর 80 শতাংশের তথ্য নথিভুক্ত এবং সুগার-প্রেসার পরীক্ষা করতে হবে ।
  • দ্বিতীয়ত, মোট সুগার ও প্রেসারের রোগীর অন্তত 60 শতাংশের রেজিস্ট্রেশন এবং দ্রুত চিকিৎসা সুনিশ্চিত করতে হবে ।
  • তৃতীয়ত, রোজকার ক্লিনিক ছাড়াও প্রতি মাসে গ্রামীণ এলাকা এবং শহরাঞ্চলে অন্তত দু'টি করে ক্যাম্প করতে হবে ।
  • চতুর্থত, হাসপাতালের টিকিট কাউন্টারে সাইনবোর্ড দিয়ে জানাতে হবে,30 বছর উর্দ্ধদের বিনামূল্যে সুগার ও প্রেসার পরীক্ষা করা হয় ।
  • পঞ্চমত,টিবি কর্মসূচি, তামাকজাত বস্তু সেবন পরিত্যাগ কেন্দ্র, সিওপিডি ক্লিনিক প্রভৃতি প্রোগ্রামের সঙ্গে সমস্ত এনসিডি ক্লিনিককে যুক্ত করতে হবে ।
  • ষষ্ঠত, বিভিন্ন মেডিক্যাল কলেজে কাতারে কাতারে রোগী সুগার-প্রেসারের চিকিৎসা করাতে আসেন, সেই তথ্যভাণ্ডারকে এই কাজে লাগাতে হবে ।

আরও পড়ুন:

  1. পরিষেবায় এগিয়ে জেলার মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্বাস্থ্য ভবনের সমীক্ষায় পিছিয়ে কলকাতা
  2. রোজ খাদ্যতালিকায় রাখা খেতে পারে আনারস, এর স্বাস্থ্য উপকারিতা বহু
  3. হার্টের স্বাস্থ্য উন্নতিতে সাহায্য করে এই খাবারগুলি, রাখতে পারেন ডায়েটে

ABOUT THE AUTHOR

...view details