পশ্চিমবঙ্গ

west bengal

শনির সকালে দাউ দাউ করে জ্বলছে ফোমের গুদাম, আতঙ্ক এলাকায়

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 9:47 AM IST

Updated : Feb 24, 2024, 10:35 AM IST

Fire Breaks Out: ফোম গুদামে বিধ্বংসী আগুন ৷ দু‘টি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ আগুন লাগার ঘটনায় কোনও হতাহত হয়নি । গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

Etv Bharat
Etv Bharat

ফোমের গদি তৈরির গুদামে আগুন

আসানসোল, 24 ফেব্রুয়ারি:সাতসকালেফোম গুদামে বিধ্বংসী আগুন ৷ শনিবার আসানসোলের জামুরিয়ার যাদুডাঙা এলাকার ঘটনা ৷ দমকলের দু‘টি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ কারখানায় তৈরি হওয়া ফোমের গদি ওই গুদামে মজুত রাখা হত ৷ দমকল কেন্দ্র অনেকটা দূরে হওয়ায় আসতে দেরি হয় কিছুটা ৷ তার জেরেই কয়েকলক্ষ টাকার ক্ষতি হয় ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কারখানায় তৈরি সমস্ত ফোমের গদি ওই গুদামে মজুত থাকত ৷ এদিন সকালে স্থানীয় বাসিন্দাদের প্রথম দুর্ঘটনাটি চোখে পড়ে ৷ তাঁরা দেখেন ফোমের গদি তৈরির কারখানার সংলগ্ন গুদাম থেকে কালো ধোঁয়া বোরেচ্ছে । এলাকাবাসী দমকলে খবর দেন ৷ ফোমের মতো দাহ্য বস্তু মজুত থাকায় নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গুদামের বিস্তীর্ণ অংশে ৷ গ্রাস করে নেন মজুত থাকা সমস্ত ফোমের গদি ৷ কিছুক্ষণের মধ্যেই দমকমকর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন ৷ দীর্ঘ দু‘ঘণ্টা যুদ্ধকালীন প্রচেষ্টায় দমকলের দু‘টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷

প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট-সার্কিট থেকেই এই আগুন লেগেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হতে পারে বলে মনে করছেন দমকলকর্মীরা । তবে এই আগুন লাগার ঘটনায় কোনও হতাহত হয়নি । গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখেতে তদন্ত শুরু হয়েছে ৷

জামুরিয়ায় কোনও দমকল স্টেশন নেই। এলাকায় অগ্নিকাণ্ড হলে রানিগঞ্জ ও আসানসোল থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে । এই দু‘টি এলাকার দূরত্ব বেশি থাকায় কারণে দমকল আসতেও সময় নেয় ৷ শনির সকালে ঠিক এই কারণেই আগুন বিধ্বংসী রূপ নেয় ৷ এদিনও গুদামে দেরিতে পৌঁছয় আগুন ৷ ফলে ক্ষয়ক্ষতিও হয় ব্যপক ৷ এই ঘটনার পর জামুরিয়া একটি দমকল কেন্দ্র তৈরি করার দাবি তুলেছেন এলাকাবাসী ।

আরও পড়ুন:

  1. হাওড়া-দিল্লি আপ দুরন্ত এক্সপ্রেসে আগুন, ঘণ্টাখানেক পর রওনা গন্তব্যে
  2. আগুনে ভষ্মীভূত চা শ্রমিকের বাড়ি, পাশে দাঁড়ালেন পদ্মশ্রী করিমূল হক
  3. স্ত্রীর গায়ে আগুন দিল স্বামী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি দম্পতি
Last Updated : Feb 24, 2024, 10:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details