পশ্চিমবঙ্গ

west bengal

এখনও ফেরার! রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানকে চতুর্থবার তলব ইডি'র

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 10:50 PM IST

ED summons Sheikh Shahjahan: শেখ শাহজাহানকে ফের তলব ইডি'র ৷ এদিকে 5 জানুয়ারি ইডি হানা দেওয়ার পর থেকে এখনও শেখ শাহাজাহানকে পাওয়া যায়নি ৷ এখনও তিনি ফেরার ৷

ETV Bharat
সন্দেশখালির শেখ শাহজাহানকে তলব ইডির

কলকাতা, 22 ফেব্রুয়ারি: সন্দেশখালির বেতাজ বাদশা ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহানকে চতুর্থ বারের জন্য নোটিশ পাঠাল ইডি ৷ সল্টলেক সিজিও কমপ্লেক্স সূত্রের খবর, ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা দিল্লি সদর দফতরের গোয়েন্দাদের সঙ্গে কথা বলার পরেই বৃহস্পতিবার সন্ধ্যাবেলা তৃণমূলের দাপুটে নেতা বলে পরিচিত শেখ শাহজাহানকে ই-মেল মারফত সমনের নোটিশ দিয়েছে ৷

নোটিশে জানানো হয়েছে, চলতি সপ্তাহের মধ্যে যেন শেখ শাহজাহান কলকাতায় ইডির সল্টলেক সিজিও কমপ্লেক্সের অফিসে হাজিরা দেয় ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট সূত্রের খবর, শেখ শাহজাহানের যে ক'টি মোবাইল নম্বর তাদের কাছে আছে, সেই নম্বরগুলিতে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা চালালেও শাহজাহানকে পাওয়া যায়নি ৷ এরপরই চতুর্থ বারের জন্য শেখ শাহজাহানকে রেশন দুর্নীতি কাণ্ডে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ তবে কোথায় শেখ শাহজাহান, তা জানা নেই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের ৷

রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমান এবং রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে শেখ শাহজাহানের নাম পেয়েছিলেন তদন্তকারীরা ৷ সেই অনুযায়ী গত 5 জানুয়ারি সকালে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা সন্দেশখালি ন্যাজাট থানার অন্তর্গত শেখ শাহজাহানের বাড়িতে হাজির হন ৷ সেখানে তাকে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি ৷ শেষে তার বাড়ির দরজার তালা ভাঙার চেষ্টা করেন তদন্তকারীরা ৷ তাদের অভিযোগ সেই সময়ে বেশ কিছু দুষ্কৃতী তাঁদের উপর চড়া হয় ৷ তাঁদের মারধরও করে ৷ পাশাপাশি, ছিনিয়ে নেওয়া হয় তাঁদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি এবং একটি মোবাইল ফোন ৷

এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার এবং বসিরহাট জেলা পুলিশ সুপারকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে হয় ৷ এই ঘটনার 47 দিন পর বুধবার শেখ শাহজাহানের এলাকার আইন-শৃঙ্খলার পরিস্থিতি দেখতে খোদ ঘটনাস্থলে হাজির হন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার ৷ সঙ্গে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং সংশ্লিষ্ট জেলা পুলিশ কর্তারা ৷ রাতে সেখানে গোপন অভিযান চালান রাজীব কুমার ৷ এতসব করার পরেও শেখ শাহজাহানের নাগাল পর্যন্ত পাননি তদন্তকারীরা ৷ এর মধ্যে চতুর্থ বার রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানকে নোটিশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ আদৌ কি শেখ শাহজাহান তাদের নোটিশের উত্তর দেবেন অথবা ইডির জিজ্ঞাসাবাদে সম্মুখীন হবেন? সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

আরও পড়ুন:

  1. 'যাঁরা আইন ভেঙেছেন, তাঁরা গ্রেফতার হবে'; শাহজাহানের ডেরায় ঢুকে বললেন ডিজি
  2. মুছল শাহজাহানের নাম, সন্দেশখালির খেলার মাঠ দখলমুক্ত করে গ্রামবাসীদের ফেরাল পুলিশ
  3. শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টে তলবের ভাবনা প্রধান বিচারপতির

ABOUT THE AUTHOR

...view details