পশ্চিমবঙ্গ

west bengal

রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকায় বাংলাদেশে কাপড়ের দোকান, বিশ্বজিতকে জেরায় দাবি ইডির

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 2:36 PM IST

Ration Scam: রেশন দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন ব্যবসায়ী বিশ্বজিৎ দাস ৷ তিনি আবার জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শংকর আঢ্যর ঘনিষ্ঠ ৷ বাংলাদেশে কাপড়ের ব্যবসায়ে বিশ্বজিত কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন ৷

ETV Bharat
রেশন দুর্নীতিতে গ্রেফতার বিশ্বজিৎ দাস

কলকাতা, 17 ফেব্রুয়ারি: প্রতিবেশী দেশে কাপড়ের ব্যবসায়ে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত বিশ্বজিৎ দাস ৷ 14 ফেব্রুয়ারি সকালে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আপাতত 23 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের হেফাজতেই থাকবেন বলে জানা গিয়েছে ৷

তাঁকে জেরা করে তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানতে পেরেছেন, বাংলাদেশের রাজধানী ঢাকায় বিশ্বজিতের একটি বড় কাপড়ের দোকান আছে ৷ তদন্তকারীদের দাবি শুধু দুবাইতে নয়, বাংলাদেশে কাপড়ের ব্যবসার মাধ্যমেও রেশন দুর্নীতির টাকা পাচার হয়েছে ৷ রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন শংকর আঢ্য ৷ তাঁকে জেরা করেই বিশ্বজিতের নাম পেয়েছেন ইডির আধিকারিকরা ৷

তাঁদের দাবি, বিশ্বজিৎ দাসই রেশন দুর্নীতি কাণ্ডের বিশাল টাকা পাচারের মাস্টার মাইন্ড ৷ তিনিই কোটি কোটি টাকা বাংলাদেশে পাচার করেছে ৷ এই কাণ্ডে গ্রেফতার হওয়া প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এমন কয়েকজন ব্যবসায়ীকে বেছে নিয়েছিলেন ৷ যাঁদের আন্তর্জাতিক কারবার ও বিদেশেও একাধিক ব্যবসা আছে ৷ তাঁদের রেশন বণ্টন দুর্নীতির টাকা পাচারের জন্যই বেছে নিয়েছিলেন 'বালু' ৷ ইডির আরও দাবি, তারা তদন্তে নেমে বিশ্বজিতের মতো আরও অন্তত চারজনের নাম পেয়েছেন ৷ আগামী সপ্তাহে তাঁদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷

13 ফেব্রুয়ারি, মঙ্গলবার শংকর আঢ্যর ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের কলকাতার বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি ৷ নগদ পাঁচ লক্ষ টাকা এবং বেশ কিছু চিরকুট পেয়েছেন তদন্তকারীরা ৷ ইডি সূত্রে খবর, এই সব চিরকুট থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, হাওয়ালার মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা পাচার হয়েছে ৷ তবে শুক্রবার আদালতে বিশ্বজিৎ দাস দাবি করেছেন, তিনি রাজনৈতিক ব্যক্তি নন, একজন ব্যবসায়ী ৷ রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই ৷ তাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. রেশন দুর্নীতি কাণ্ডে শংকর আঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করল ইডি
  2. গ্রেফতারির মুহূর্তে কেন বাংলাদেশ গিয়েছিলেন বিশ্বজিৎ, জানতে চায় ইডি
  3. 'আমায় অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে', দাবি রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বিশ্বজিতের

ABOUT THE AUTHOR

...view details