পশ্চিমবঙ্গ

west bengal

শহরে বেড না পাওয়ার অভিযোগ, ফের কাঠগড়ায় এসএসকেএম - SSKM Hospital

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 11:02 PM IST

Complain against SSKM Hospital: একাধিক হাসপাতাল ঘুরে এসএসকেএমে এলেও কোনও সুরাহা হয়নি । সুপার স্পেশালিটি হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, বেড নেই ৷ প্রয়োজন হলে সকালে এসে ওপিডি’তে দেখাতে ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 12 এপ্রিল: ফের কাঠগড়ায় এসএসকেএম ৷ রাজ্যের সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ফের বেড না থাকায় হয়রানির স্বীকার রোগীর পরিবার । নদিয়ার তেহট্টের বাসিন্দা সোমা হালদার এবং শিবাস হালদার । কিছুদিন আগে শিবাসের পেটে প্রায় 7 লিটার জল জমেছিল । প্রাথমিকভাবে সেই জল বের করা হয় । তারপর আবার জল জমে পেটে । পরবর্তীতে লিভার বড় হয়ে যায় । সেই সমস্যা নিয়েই তিনি ভর্তি হয়েছিলেন কল্যাণীর এক সরকারি হাসপাতালে । ওই হাসপাতাল থেকে তিন লিটার জল বের করে দেওয়ার পর তাঁকে রেফার করা হয় কলকাতার আরেক সরকারি হাসপাতাল নীলরতন সরকারে ।

সোমার অভিযোগ, যখন এনআরএস হাসপাতালে যাওয়া হয়, সেখানে তাঁদের বলা হয় এই বিভাগ আপাতত বন্ধ রয়েছে । সেখান থেকে পালটা এসএসকেএম হাসপাতালে রেফার করা হয় । বলে দেওয়া হয়, অবিলম্বে শিবাসের চিকিৎসা শুরু করা দরকার । সোমা বলেন, ‘‘এই সময়ের মধ্যেই আমার স্বামীর শ্বাসকষ্ট শুরু হয় । সেই অবস্থায় তখন আমি আমার স্বামীকে নিয়ে এসএসকেএম হাসপাতালে আসি ।’’ যদিও সন্ধ্যে আটটার সময় এসএসকেএম হাসপাতালে আসলেও কোনও সুরাহা হয়নি ।

কলকাতার অন্যতম সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এসেও বিপদ কাটেনি । সোমা বলেন, ‘‘হাসপাতালে নিয়ে আসার পর সেখান থেকে স্পষ্ট বলে দেওয়া হয়, এই মুহূর্তে বেড খালি নেই । তখন আমাকে এনআরএস-এর পাশাপাশি আরও বেশ কিছু হাসপাতালের নাম লিখে দেওয়া হয় । বলে দেওয়া হয়, কিছু না-হলে কাল সকালে ওপিডিতে দেখানোর জন্য । কিন্তু ততক্ষণে আমার স্বামীর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে । একের পর এক হাসপাতাল ঘুরে আমি হাঁপিয়ে গিয়েছি । আমার স্বামীও পারছে না, আমিও পারছি না ।’’

আরও পড়ুন:

  1. বিরল অস্ত্রোপচারে চার বছরের শিশুর প্রাণ বাঁচল এসএসকেএমে
  2. জেলা হাসপাতালে প্রথমবার অর্থ্রোস্কপি সার্জারি, খেলোয়াড়ের লিগামেন্ট জুড়লেন চিকিৎসক
  3. 'অজানা' রোগীকে স্বজনের কাছে ফেরাল হাসপাতাল, চিকিৎসকদের প্রণাম ঝাড়খণ্ডের মহিলার

ABOUT THE AUTHOR

...view details