পশ্চিমবঙ্গ

west bengal

শংকর আঢ্য কাণ্ডে সিবিআইয়ের নজরে এবার বনগাঁ পৌরসভা

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 5:37 PM IST

Bongaon Municipality in Ration Scam Case: শংকর আঢ্যর বাড়িতে তল্লাশির সময় ইডির উপর হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ বনগাঁ পৌরসভা সংরক্ষণ করেছে ৷ বিষয়টি জানতে পেরেই এবার পৌরসভাকে চিঠি দিতে চলেছে সিবিআই ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 14 মার্চ: রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত শংকর আঢ্যের বাড়ি তল্লাশির সময় ইডির উপর হামলার ঘটনায় এবার বনগাঁ পৌরসভাকে চিঠি দিতে চলেছে সিবিআই ৷ এর কারণ হিসেবে জানা গিয়েছে, বনগাঁয় দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযানের পর ইডির গোয়েন্দারা যখন শংকরকে গ্রেফতার করতে যাচ্ছিলেন ঠিক সেই সময়ে তাদের উপর এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর একটি আক্রমণের ঘটনা ঘটে ।

তদন্ত নেমে আধিকারিকরা জানতে পারেন যে, শংকর আঢ্যের বাড়ির পাশে সেদিন ঘটে যাওয়া এই আক্রমণের ঘটনায় যাবতীয় সিসিটিভি ফুটেজের সংরক্ষণের দায়িত্বে রয়েছে বনগাঁ পৌরসভার আধিকারিকরা । আর বিষয়টি জানতে পেরেই, শংকর আঢ্যের বাড়িতে তল্লাশি অভিযানের দিন ইডি আধিকারিকদের মারধরে কারা যুক্ত ছিল এবং সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের জন্য এবার বনগাঁ পৌরসভাকে চিঠি দিতে চলেছে ।

ইতিমধ্যেই রেশন দুর্নীতিকাণ্ডে বনগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে শংকর আঢ্যকে । সিবিআই সূত্রের খবর, শংকরের বাড়ির সামনে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে । তদন্ত নেমে প্রথমে সিবিআই আধিকারিকরা জানতে পারেন যে এই সিসিটিভি ক্যামেরাগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে বনগাঁ পুলিশ জেলার কাছে । সেই মতো বনগাঁ পুলিশ জেলার এক সাব ইন্সপেক্টরকে ডেকে পাঠায় সিবিআই ।

তবে নিজাম প্যালেস এসে বনগাঁ পুলিশ জেলার ওই সাব ইন্সপেক্টর লিখিতভাবে জানিয়ে দেন যে সিসিটিভি ক্যামেরাগুলি তাঁরা রক্ষণাবেক্ষণ করেন না । বরং রক্ষণাবেক্ষণ এবং সিসিটিভি ফুটেজ স্টোর করে রাখে বনগাঁ পৌরসভা । এটি জানতে পারার পরই বনগাঁ পৌরসভাকে নোটিশ দিতে চলেছে সিবিআই । বনগাঁ পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে, তাদের তরফে এক সাব-ইন্সপেক্টর নিজাম প্যালেসে গিয়ে বয়ান নথিভুক্ত করে এসেছেন । সিবিআই সূত্রের খবর, প্রয়োজনে তাঁকে ফের ডাকা হতে পারে ৷

আরও পড়ুন :

  1. রেশন দুর্নীতি কাণ্ডে শংকর আঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করল ইডি
  2. রেশন দুর্নীতিকাণ্ডে দ্বিতীয় চার্জশিট দিতে চলেছে ইডি

ABOUT THE AUTHOR

...view details