পশ্চিমবঙ্গ

west bengal

ময়নায় বিজেপি নেতাকে অপহরণ ও খুনের মামলায় এনআইএকে যুক্ত করল হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 8:46 PM IST

BJP Leader Murder Case: 2023 সালের মে মাসে মেদিনীপুরের বাকচায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয় । অভিযোগের আঙুল ওঠে শাসকদল তৃণমূলের দিকে । সেই মামলাতেই এবার এনআইকে যুক্ত করল উচ্চ আদালত ৷

Etv Bharat
ময়নায় বিজেপি নেতাকে অপহরণ করে খুনের ঘটনায় এনআইএকে মামলায় যুক্ত করল হাইকোর্ট

কলকাতা, 1 ফেব্রুয়ারি: পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের ঘটনায় এনআইএকে (NIA) মামলায় যুক্ত করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত কেন্দ্রীয় এজেন্সিকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দেন। এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে এসডিপিও এই মামলার তদন্তের দায়িত্বে ছিলেন । ঘটনাস্থল থেকে বোমা পাওয়ার কথাও উল্লেখ করেছিল রাজ্য । যদিও চার্জশিটে বোমার উল্লেখ কোথাও নেই। একইসঙ্গে একাধিক অভিযুক্তের নাম বাদ দিয়েছে পুলিশ। মূল অপরাধীদের জামিন মিলেছে। এরপরেই বিচারপতি জরুরি ভিত্তিতে এনআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন। আগামী 13 ফ্রেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

মামলাকারীর আইনজীবীর অভিযোগ, প্রথমে বোমা বিস্ফোরণ বা বোমা পাওয়ার কথা আদালতের নির্দেশে রাজ্য যুক্ত করলেও তা চার্জশিট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। পাশাপাশি গোপন জবানবন্দিতে যাদের নাম ছিল, তাদের নামও বাদ দিয়েছে রাজ্য। যা শুনে বিস্মিত বিচারপতি জয় সেনগুপ্ত। তারপরই জরুরি ভিত্তিতে এনআইএকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, 2023 সালের মে মাসে মেদিনীপুরের বাকচায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়। অভিযোগের আঙুল ওঠে শাসকদল তৃণমূলের দিকে । ঘটনার দিনই এলাকায় পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছিলেন এর শেষ দেখে ছাড়বেন। এমনকী ঘটনার প্রতিবাদে বনধ্ ও পথ অবরোধেরও ডাক দেন তিনি। পরে পুলিশ এলাকার তৃণমূল নেতা মিলন ভৌমিককে গ্রেফতার করে। তিনিও তৃণমূলের বুথ সভাপতি ছিলেন।

ঘটনার দিন বিকেলে স্ত্রী ও পুত্রকে নিয়ে বাড়ির কিছু জিনিস কিনতে যাচ্ছিলেন বিজয়কৃষ্ণ। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালান। পরে তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাতেই মৃত্যু হয় বিজেপির বুথ সভাপতির।

আরও পড়ুন :

  1. ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য
  2. ময়নার বিজেপি নেতাকে পুলিশের নেতৃত্বে খুন করা হয়েছে, দাবি এসসি কমিশনের ভাইস চেয়ারম্যানের
  3. নিহত দুই বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের চাকরি দিলেন বিরোধী দলনেতা

ABOUT THE AUTHOR

...view details