পশ্চিমবঙ্গ

west bengal

দোলের দিন ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর থেকে উদ্ধার দেহ! - Body Recovered at Victoria Memorial

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 11:09 PM IST

Unidentified Body Recovered: দোলের দিন সকালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ত্রিকোণ পার্ক থেকে দেহটি উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, যুবকের বয়স বছর ত্রিশের আশপাশে হবে। এদিকে কীভাবে ওই যুবকের মৃত্যু হল, কখন ঘটল এই ঘটনা, সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Unidentified Body Recovered
Unidentified Body Recovered

কলকাতা, 25 মার্চ: দোলের দিন দুপুরে দক্ষিণ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ৷ ঘটনাটি ঘটেছে হেস্টিংস থানার আওতাধীন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ত্রিকোণ পার্কের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ৷ পাশাপাশি সেখানে পৌঁছন স্থানীয় হেস্টিং থানার পুলিশ কর্মীরা। উদ্ধার করা হয় ওই যুবকের দেহ এবং এসএসকেএম হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

লালবাজারের সূত্রে খবর, অজ্ঞাত পরিচয় এই ব্যক্তির বয়স আনুমানিক 32 বছর। পরনে প্যান্ট এবং শার্ট। গলায় ধারালো অস্ত্রের দাগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই স্থানীয় হেস্টিং থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। লালবাজার সূত্রের আরও খবর, দেহটি দেখে মনে হচ্ছে ওই ব্যক্তিকে মারধর করা হয়েছিল বা তাঁকে খুন করা হয়েছে। যদিও তাঁর নাম পরিচয় জানতে না পারায় তদন্তে সমস্যা হচ্ছে গোয়েন্দাদের ৷

লালবাজারের গোয়েন্দাদের অনুমান, ওই ব্যক্তিকে অন্যত্র খুন করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে দেহটিকে ফেলে রাখা হয়েছে। কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে ত্রিকোণ পার্ক নামক ওই জায়গাতে প্রচুর সিসিটিভি ক্যামেরা রয়েছে ৷ পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে দেহটি কীভাবে পৌঁছল? কে বা কারা ওই দেহটি সেখানে এনে রাখল আর যদি এমনটা হয়ও তাহলে কারোর কীভাবে নজর এড়িয়ে গেল? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

তদন্ত নেমে স্থানীয় রাস্তা এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে ত্রিকোণ পার্কের বেশ কিছু সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছে কলকাতা পুলিশ।
ইতিমধ্যেই ওই মৃত অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম জানতে স্থানীয় জেলা পুলিশ এবং কমিশনারেটগুলির ওয়েবসাইটে ছবিটি আপলোড করা হয়েছে কলকাতা পুলিশের তরফে।

আরও পড়ুন:

  1. এসএসকেএমে মৃত আরও এক, গার্ডেনরিচ বিপর্যয়ে নিহতের সংখ্যা বেড়ে 12
  2. নিউটাউনে ট্রলিব্যাগের দেহ উদ্ধারের ঘটনায়, আটক ব্যাঙ্ক কর্মী
  3. ধ্বংসস্তূপ থেকে মিলল শেরুর দেহ, গার্ডেনরিচে মৃতের সংখ্যা বেড়ে 11

ABOUT THE AUTHOR

...view details