পশ্চিমবঙ্গ

west bengal

প্রচারে বেরিয়ে গানে গানে তৃণমূল প্রার্থীকে আক্রমণ বিজেপি প্রার্থী অসীম সরকারের - Lok Sabha Elections

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 7:02 AM IST

Asim Sarkar Election Campaign: মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেই গানের মাধ্যমে তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করলেন বর্ধমান পূর্ব লোকসভার বিজেপি প্রার্থী অসীম সরকার ৷ পাশাপাশি সিএএ নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷

Etv Bharat
Etv Bharat

বিজেপি প্রার্থী অসীম সরকারের প্রচার

কালনা, 26 মার্চ: প্রার্থী ঘোষণা হওয়ার পরেই প্রচারে নেমে গানের ছন্দে তৃণমূল প্রার্থীকে আক্রমণ করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কবি ও গীতিকার অসীম সরকার । সোমবার কালনার জাপট এলাকায় ভবা পাগলার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি । এরপর কালনার 108 শিবমন্দিরেও পুজো দেন । পরে কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা সারেন।

প্রচারে নেমেই তিনি গানের সুরে আক্রমণ করেন এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ শর্মিলা সরকারকে । তাঁর কথায়,"আমি গুনগুন করে একটা গান বাঁধছিলাম । সেটা হচ্ছে ওমা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার । তুমি অদৃশ্য মন দেখতে পারো ৷ কিন্তু চোর দেখার চোখ নেই তো মা, শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার।"

এরপর তিনি বলেন, "তুমি মনের অদৃশ্য যে রোগ সেটা সারিয়ে ফেলছ অথচ তোমার চোখের সামনে গরু চোর, কয়লা চোর, বালি চোর, মিড-ডে মিলের টাকা চোর, শাহজাহানের মতো নারী ধর্ষণকারী কাউকেই দেখতে পাচ্ছ না । চোখ বন্ধ করে কীভাবে চলছ সেটা বুঝতে পারছি না । প্রশ্ন এখানেই এদের সঙ্গে তুমি কীভাবে চলবে।"

প্রচার করার ফাঁকে মুখ্যমন্ত্রীকেও একহাত নেন অসীম । সিএএ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "সিএএ লাগু হয়ে গিয়েছে । আর যেসব হিন্দুরা ওপার বাংলা থেকে এখানে এসেছে এমনকি যেসব মুসলিম ভাইয়েরা ভারত ভাগ হওয়ার পরেও পাকিস্তানে যায়নি তাদের কোনও ভয় নেই। কারও নাগরিকত্ব যাবে না । তাই কেউ বিভ্রান্ত করার চেষ্টা করলে ভয় পাবেন না । মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বিষয়টি নিয়ে মিথ্যে কথা বলে আসছেন । কারণ মিথ্যে ছাড়া উনি রাজনীতি করতে পারেন না । আমি তাঁকে মা সম্বোধন করে বলছি, মা আপনি একটু সত্যের পথে আসুন এবং দুর্নীতি মুক্ত করুন। এমন একটা গাঁট ফেলে রেখে যান যেটা হচ্ছে সততার দান। আপনি নিজে এখন আর সততার প্রতীক কথাটা লিখতে পারছেন না কেন মা, সেই প্রশ্নই করলাম আপনাকে।"

আরও পড়ুন :

  1. সিএএ কার্যকর হওয়ায় মাংস ভাত খাওয়ালেন বিজেপি বিধায়ক অসীম সরকার
  2. সিএএ লাগু হচ্ছেই, গানে গানে মমতাকে আক্রমণ বিজেপি বিধায়কের

ABOUT THE AUTHOR

...view details