পশ্চিমবঙ্গ

west bengal

অগ্নিমিত্রার নামে মেদিনীপুরে দেওয়া লিখন শুরু গেরুয়া শিবিরের - Lok Sabha Elections

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 1:28 PM IST

Updated : Mar 25, 2024, 2:23 PM IST

Lok Sabha Elections 2024: মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভারতী ঘোষ এবং দিলীপ ঘোষের জল্পনা উড়িয়ে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। আসন্ন লোকসভা ভোটের লড়াইয়ে অগ্নিমিত্রা পলের উপরই ভরসা রাখল পদ্মশিবির। দিল্লি থেকে প্রার্থী ঘো৷ষণার পরই রবিবার রাত থেকে দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি।

Etv Bharat
মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল৷

বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার নামে দেওয়াল লিখন

মেদিনীপুর, 25 মার্চ: অবশেষে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির। ভারতী ঘোষ ও দিলীপ ঘোষের জল্পনা উড়িয়ে প্রার্থী হিসেবে ঘোষণা করা হল অগ্নিমিত্রা পলের নাম। ফলে খুশির ছোঁয়া মেদিনীপুর শহরজুড়ে। রবিবার রাত থেকেই শুরু হয়েছে দেওয়াল লিখন।

পশ্চিম মেদিনীপুর দুটি লোকসভার মধ্যে 32 নম্বর ঘাটাল লোকসভার প্রার্থী আগেই ঘোষণা করেছে বিজেপি। প্রথম দফায় কুড়ি জন প্রার্থীর নামের তালিকায় ঘাটাল লোকসভা থেকে ঘোষণা হয়েছে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের নাম। যদিও 34 নম্বর মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জেতা প্রার্থী দিলীপ ঘোষ থাকা সত্ত্বেও নাম প্রকাশ করেনি বিজেপি নেতৃত্ব। দ্বিতীয় তালিকার জন্য অপেক্ষায় ছিলেন সকল রাজনৈতিক দলের কর্মী এবং খোদ বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্বরা। কারণ, সবাই মনে করছিল যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে লক্ষাধিক ভোটে জেতা দিলীপ ঘোষকে এবারে এখানে প্রার্থী করবে না বিজেপি।

কারণ হিসেবে তারা এই যুক্তি দেখিয়ে ছিল যে, দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। পরবর্তীকালে এই মেদিনীপুর লোকসভা সিটের জন্য নাম উঠে এসেছিল একসময়ের আইপিএস অফিসার তথা বিজেপি সভানেত্রী ভারতী ঘোষের। আবার এও শোনা গিয়েছিল যে এই মেদিনীপুর লোকসভার জন্য প্রার্থী হতে চলেছেন অধিকারী পরিবারের একজন। কিন্তু সেই সব জল্পনা উড়িয়ে শেষ পর্যন্ত ফ্যাশন ডিজাইনার এবং বিজেপির দক্ষ সংগঠক অগ্নিমিত্রা পলের উপরই ভরসা রাখে পদ্ম শিবির।

পাশাপাশি মেদিনীপুরের জেতা সাংসদকে বাতিল না-করে তাকে বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী করেছে বিজেপি। আর এই ঘোষণাতে খুশির হাওয়া গোটা মেদিনীপুর লোকসভা কেন্দ্র জুড়ে। নাম ঘোষণা হওয়ার পরই মাঠে ময়দানে নেমে পড়েছে বিজেপি কর্মী সমর্থকরা। অগ্নিমিত্রা পলের নামে দেওয়াল লেখা শুরু হয়েছে । তাঁকে বিপুল ভোটে জেতানোর আবেদন জানিয়েই দেওয়াল লেখা শুরু হয়েছে সর্বত্র।

এদিন গভীর রাতে শহরের 14 নম্বর ওয়ার্ডে সাহেবপুকুর চক এলাকায় দেওয়াল লিখতে নেমে পড়ে বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্ব। মূলত মেদিনীপুর জেলার সহ-সভাপতি শংকর গুছাইত এবং সোমনাথ সিনহার সহযোগিতায়, এলাকার বিজেপি কর্মীরা উৎসাহে দেওয়াল লিখন শুরু করেন এবং তাতে বিপুল ভোটে জেতানোর আবেদন জানানো হয়।

এ বিষয়ে বিজেপির সহ-সভাপতি শংকর গুছাইত বলেন, "আমাদের প্রার্থী অগ্নিমিত্রা পলের নাম ঘোষণা করেছে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব আমরা খুশি। আমরা এই মেদিনীপুর থেকেই দু'লক্ষ ভোটে জেতাব অগ্নিমিত্রা পলকে। আজকে তাই খুশিতেই উৎসাহী বিজেপি কর্মীরা দেওয়াল লেখা শুরু করেছে। আমরা নরেন্দ্র মোদির প্রার্থীকে বিপুল ভোটে জিতিয়ে তৃণমূলকে পরাস্ত করব"।

উল্লেখ্য, মেদিনীপুর লোকসভার নির্বাচন আগামী 25 মে। তাই এখন প্রচার পর্ব চলছে। এক্ষেত্রে প্রচারের দিক দিয়ে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া কিছুটা এগিয়ে রয়েছেন বলেই রাজনৈতিক মহলের ধারণা।

আরও পড়ুন:

কলকাতা উত্তরে তাপস, ব্যারাকপুরে অর্জুন; বাংলার 19 আসনে প্রার্থী বিজেপির

পাহাড়ে দ্বিতীয়বার বিজেপির প্রার্থী রাজু বিস্তা, আনন্দে নাচলেন বিধায়ক নীরজ জিম্বা

কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী হয়েই সুদীপের বিরুদ্ধে সুর চড়াল তাপস রায়

Last Updated : Mar 25, 2024, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details