পশ্চিমবঙ্গ

west bengal

বিষ্ণুপুরে মুখোমুখি সৌমিত্র-সুজাতা, পাঁচ বছরের কাজের নিরিখে জয়ের হ্যাটট্রিক কি হবে বিজেপি প্রার্থীর?

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 10:55 AM IST

Updated : Mar 17, 2024, 12:46 PM IST

Lok Sabha Elections 2024: 2014 সাল থেকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ ৷ ওই আসনে তাঁকে এবারও প্রার্থী করেছে বিজেপি ৷ প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন তিনি ৷ গত পাঁচ বছরের উন্নয়নের খতিয়ানই তাঁর ভোটে জেতার অস্ত্র ৷ কিন্তু কতটা কাজ করেছেন তিনি ? কী কী বাকি রয়ে গিয়েছে ? কী বলছে বিষ্ণুুপুরের সাংসদ সৌমিত্র খাঁর রিপোর্ট কার্ড ? খতিয়ে দেখল ইটিভি ভারত ৷

Bishnupur MP Saumitra Khan
Bishnupur MP Saumitra Khan

বিষ্ণুপুরে মুখোমুখি সৌমিত্র-সুজাতা

বিষ্ণুপুর, 17 মার্চ: সৌমিত্র খাঁ ৷ বিষ্ণুপুরের সাংসদ ৷ আসন্ন লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী ৷ নাম ঘোষণা হতেই বেরিয়ে পড়েছেন প্রচারে ৷ কী কী কাজ করেছেন সেই খতিয়ান যেমন তিনি তুলে ধরছেন প্রচারের মাঝে, তেমনই জানাচ্ছেন 2024 সালের লোকসভা নির্বাচনে জিতলে তিনি আর কী কী কাজ করবেন ৷

সাংসদের দাবি, 2019 সাল থেকে 2024 সালের মধ্যে সাংসদ উন্নয়ন তহবিলের মোট 19 কোটি টাকা খরচ করেছেন ৷ কোভিড অতিমারীর জন্য ওই তহবিলে এক বছরের জন্য পাঁচ কোটি টাকা পাননি, সেই কথাও জানাতে ভোলেননি তিনি ৷ তাছাড়া বিষ্ণুপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাত হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে এসেছেন । যার মধ্যে বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া রেলপথ সংযোগ স্থাপন, বাঁকুড়া তারকেশ্বর রেলপথের প্রসারণ, বিষ্ণুপুর শহরের রেলওয়ে ওভারব্রিজ হয়েছে ।

a

তিনি আরও জানান, এছাড়াও রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের মেরামতি, বিষ্ণুপুরের বাবা ষাঁড়েশ্বর মন্দির, বিষ্ণুপুর স্টেশনের চলমান সিঁড়ি নির্মাণ-সহ আরও অনেক কিছু করা হয়েছে । তাই তাঁর কোনও আক্ষেপ নিয়ে সৌমিত্র জানিয়েছেন ৷ তিনি বলেন, "আক্ষেপ কিছু নেই ৷ তবে কিছু করা বাকি রয়েছে যেমন বেলিয়াতোড় থেকে দুর্গাপুর রেলপথ স্থাপন, কয়েকটা নদী ব্রিজ নির্মাণ ।’’

একই সঙ্গে এবারও জয়ী হলে কী কী কাজ করবেন, সেই খতিয়ানও দিয়েছেন ৷ সৌমিত্র জানান, আরেকবার সাংসদ হিসেবে নির্বাচিত হলে বিষ্ণুপুরে দশ হাজার কোটি টাকার কাজ করানোর পরিকল্পনা রয়েছে । যার মধ্যে থাকবে দামোদর নদের উপর দু’টো ব্রিজ, সোনামুখী বাইপাস নির্মাণ, দ্বারকেশ্বরের ওপর ব্রিজ নির্মাণ-সহ আরও অনেক কিছু ।

কিন্তু সত্যিই কি তাই! বিষ্ণুপুরের মানুষ কী বলছে ৷ সেখানে সাধারণ মানুষের কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল ৷ অনুপম রজক নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘প্রশাসনিক বাধা সত্ত্বেও অনেক কাজ করেছেন ৷ এবারও উনিই জিতবেন ৷’’ তবে এই মতের শরিক নন পিন্টু গঙ্গোপাধ্যায় ৷ তিনি বরং বলেছেন, ‘‘কোনও কাজ করেননি ৷ গত পাঁচ বছর এলাকায় দেখা যায়নি ৷’’ অন্যদিকে উত্তম শিট বলেন, ‘‘অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কোনও কাজ করেননি ৷ সেই কারণে তৃণমূল করতে শুরু করি ৷ সেখানেও কোনও কাজ হয় না ৷ এখন সবাই নিজের স্বার্থে রাজনীতি করে ৷’’

a

তবে বিষ্ণুপুরের এবারের ভোট নানা কারণে অন্যরকম ৷ প্রথমত, সৌমিত্র খাঁ এই প্রথম কোনও একই দলের হয়ে দ্বিতীয়বার প্রার্থী হয়েছেন ৷ কারণ, 2013 সালে উপ-নির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতে কোতুলপুরের বিধায়ক হন ৷ কিন্তু তার পরই তিনি দল বদলে তৃণমূল কংগ্রেসে আসেন ৷ 2014 সালে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলের হয়ে বিষ্ণুপুর আসনে জিতে লোকসভার সাংসদ হন ৷ কিন্তু 2019 সালের লোকসভা ভোটের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে আসেন ৷ সেবার তিনি বিজেপির টিকিটে ভোটে লড়েন ওই কেন্দ্রে ৷ জিতে ফের সাংসদ হন ৷

দ্বিতীয়ত, 2019 সালের লোকসভা নির্বাচনে আদালতের নির্দেশে বিষ্ণুপুরে প্রবেশই করতে পারেননি সৌমিত্র খাঁ ৷ কোনও সভা-সমাবেশ-মিছিলে অংশ না নিয়েই ভোটে জেতেন ৷ ফলে এবারই তিনিই সাংসদ হিসেবে আরও একবার জেতার লক্ষ্যে প্রথমবার বিষ্ণুপুরে প্রচারে নেমেছেন ৷

তৃতীয়ত, 2019 সালে সৌমিত্রর হয়ে প্রচারে নেমেছিলেন সুজাতা মণ্ডল খাঁ ৷ কিন্তু পরবর্তী পাঁচ বছরে তাঁদের সম্পর্কে অনেক পরিবর্তন হয়েছে ৷ এখন সুজাতা সৌমিত্রর প্রাক্তন ৷ দু’জনের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে ৷ আর দু’জনেই এবার ভোটের ময়দানে মুখোমুখি ৷ সৌমিত্রর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সুজাতা মণ্ডলকে ৷ সম্ভবত সারা দেশে একমাত্র কেন্দ্র বিষ্ণুপুর, যেখানে প্রাক্তন স্বামী-স্ত্রী সাংসদ হওয়ার লড়াইয়ে নেমেছেন ৷

পাঁচ বছর আগে সৌমিত্রর জয়ে সুজাতার কৃতিত্বের কথা সাধারণ মানুষও বলছেন ৷ স্থানীয় বাসিন্দা সজলকুমার দে বলেন, ‘‘সৌমিত্র খাঁকে সুজাতা মণ্ডলের জন্য ভোট দিয়েছিলাম ৷ কিন্তু কাজ হয়নি ৷ তাই এবার সুজাতাদিদির দিকেই পাল্লাভারী ৷’’ তাই বিষ্ণুপুর জুড়ে এখন একটাই প্রশ্ন, সুজাতা কি পারবেন তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে প্রাক্তন সাংসদ করতে ? নাকি সিপিএমের অজিতকুমার সাহা ও সন্ধ্যা বাউড়ির মতো তিনিও বিষ্ণুপুরে জয়ের হ্যাটট্রিক করবেন !

আরও পড়ুন:

  1. অসিত মালকে ব্যর্থ সাংসদ তকমা বোলপুরবাসীর, কী বলছে রিপোর্ট কার্ড?
  2. আরামবাগের সাংসদের উন্নয়নের দাবির পালটা এলাকায় দেখা না পাওয়ার অভিযোগ, কী বলছে অপরূপা পোদ্দারের রিপোর্ট কার্ড?
  3. হুগলির উন্নয়নে 17 কোটি খরচের দাবি লকেটের, দেখা মেলে না বলে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা
Last Updated :Mar 17, 2024, 12:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details