পশ্চিমবঙ্গ

west bengal

বিমান ওঠা-নামায় সমস্যা আটকাতে লেজার লাইট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি বিধাননগর পুলিশের - Ban on Laser Light

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 2:28 PM IST

Ban on Laser Light: সল্টলেক, নিউটাউন-সহ আশপাশের এলাকায় লেজার লাইট ব্যবহারের জেরে সমস্যায় পড়ছেন বিমানচালকরা ৷ তাঁদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ যোগাযোগ করে বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে ৷ তার পর পুলিশের তরফে লেজার লাইট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হল ৷

KOLKATA AIRPORT
KOLKATA AIRPORT

বিধাননগর, 1 মে: লেজার লাইট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল বিধাননগর পুলিশ কমিশনারেট ৷ ওই পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি থানা এলাকায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, 1. এয়ারপোর্ট থানা, 2. নারায়ণপুর থানা, 3. বাগুইআটি থানা, 4. চার নম্বর ভেরি, নবপল্লী নাওভাঙা এলাকা, সেক্টর চার, 5. সেক্টর ফাইভ নলবন ফিশারি অফিস এলাকা, 6. সেক্টর ফাইভ নিকো পার্ক এলাকা, 7. সল্টলেক সিজে ব্লক (বিধাননগর পূর্ব থানা এলাকা) 8. যাত্রাগাছি, জ্যোতি নগর, সুলংগড়ি, প্রমোদনগর (নিউটাউন থানা এলাকা) 9. সিটি সেন্টার টু, নোয়াপাড়া, সার্চিং মোড়, আকাঙ্ক্ষার মোড়, নবাবপুর, যাত্রাগাছি, ঘুনি (ইকোপার্ক থানা এলাকা) 10. জগদীশপুর, ভাতেণ্ডা, রায়গাছিয়ানি, রেকজোয়ানিতে (রাজারহাট থানা এলাকা) এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

এই এলাকাগুলিতে লেজার লাইট ব্যবহার করা যাবে না বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে সংশ্লিষ্ট থানাগুলিতে লেজার লাইট ব্যবহার সংক্রান্ত বিষয়ে 144 ধারা জারি করা হয়েছে ৷ কেউ এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷

মূলত, বিমান ওঠা-নামার সমস্যার জন্যই এই নিষেধাজ্ঞা জারি করেছে বিধাননগর কমিশনারেট পুলিশ ৷ কারণ, লেজার লাইটের জেরে বিমান নামানোর সময় বা ওঠানোর সময় সমস্যায় পড়ছেন পাইলটরা ৷ এই নিয়ে তাঁরা একাধিকবার এটিসি-র কাছে অভিযোগ করেন ৷ এই সমস্যার কারণে যেকোনও সময় বড় দুর্ঘটনাও ঘটতে পারে বলে মনে করছেন অনেকে ৷ সেই কারণে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিষয়টি জানানো হয় বিধাননগর কমিশনারেটকে ৷ তার পরই পুলিশের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হল ৷

বছর কয়েক আগে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোয় লেজার লাইট ব্যবহার করা হয়েছিল ৷ সেই আলোয় বিমানচালকদের সমস্যা হয় ৷ তখন লেজার লাইট ব্যবহার বন্ধ করে দেওয়া হয় পুলিশের তরফে ৷ তার পর সল্টলেক, নিউটাউন সংলগ্ন এলাকায় লেজার লাইট না ব্যবহারে সচেতনতামূলক প্রচার করে পুলিশ ৷ তার পরও মানুষ সচেতন হননি ৷ বরং বিয়ে-সহ নানা অনুষ্ঠানে লেজার লাইটের ব্যবহার হচ্ছিল ৷

এবার পুলিশ তা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল ৷ এখন দেখার এই নিষেধাজ্ঞায় কাজ হয়, নাকি পুলিশকে এই নিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে হবে পুলিশকে ৷

আরও পড়ুন:

  1. কলকাতা বিমানবন্দরে বোমা ! হুমকি মেল পেয়ে তল্লাশি শুরু সিআইএসএফের
  2. বিপুল বৈদেশিক অর্থ ! কলকাতা বিমানবন্দরে আটক তিন বাংলাদেশী

ABOUT THE AUTHOR

...view details