পশ্চিমবঙ্গ

west bengal

ফের মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের অভিযোগ মালদায়, শোরগোল সোশাল মিডিয়ায়

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 12:50 PM IST

Updated : Feb 2, 2024, 12:55 PM IST

Allegations of Madhyamik question paper leak: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল মালদায় ৷ এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায় ৷

ETV BHARAT
ETV BHARAT

মালদা, 2 ফেব্রুয়ারি: ফের মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল মালদায় ৷ প্রথম দিনের পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্র মোবাইলের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় বলে অভিযোগ ৷ এ নিয়ে সোশাল মিডিয়ায় তীব্র গুঞ্জন শুরু হয়েছে ৷ তবে এই মুহূর্তে প্রশাসনের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

মাধ্যমিক পরীক্ষার মালদা জেলার আহ্বায়ক বিপ্লব গুপ্ত জানিয়েছেন, এ বিষয়ে তাঁর এখনও কিছু জানা নেই ৷ তবে জেলা প্রশাসনের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, "সোশাল মিডিয়ায় বিষয়টি আমাদের নজরে এসেছে ৷ আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি ৷"

শুক্রবার থেকেই শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা ৷ প্রথম দিন বাংলা বিষয়ের পরীক্ষা চলছে ৷ বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বার গোটা রাজ্যে একমাত্র মালদা জেলাতেই পরীক্ষার্থীদের জন্য মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ ৷ জেলার 119টি কেন্দ্রে এ বার পরীক্ষা হচ্ছে ৷ পরীক্ষার্থীদের উপর নজরদারির সঙ্গে গোটা পরীক্ষা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠিত হয়েছে চারটি ভিজিল্যান্স টিমও ৷ শুধু তাই নয়, যেহেতু এর আগে একাধিকবার মালদা জেলা থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল, তাই এ বার প্রতিটি পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথ তল্লাশি চালানোরও কথা হয়েছিল ৷ বলা যেতে পারে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এড়াতে এ বার নিশ্ছিদ্র ব্যবস্থা নিয়েছিল পর্ষদ এবং জেলা শিক্ষা দফতর ৷

তবে তা সত্ত্বেও মাধ্যমিকের প্রথম দিনেই ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল এই জেলায় ৷ এ দিন পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকার একটি পরীক্ষাকেন্দ্রের সামনে দেখা যায়, মোবাইলের স্ক্রিনে চোখ রেখে উত্তর তৈরি করছেন অনেকে ৷ এরপরেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি, আর দাবি করা হয় যে, মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে ৷ কিছু প্রশ্নপত্র সোশাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে ৷ তবে সে সব আদৌ এবারের পরীক্ষার কি না, তা এখনই বলা যাচ্ছে না ৷ তার জন্য অপেক্ষা করতে হবে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ৷

আরও পড়ুন:

  1. আতঙ্ক কাটিয়ে শুরু পরীক্ষা, কড়া নিরাপত্তা নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে
  2. কুয়াশার চাদরে ঢাকা শিল্পাঞ্চল, ঝুঁকি নিয়েই সেন্টারে মাধ্যমিক পরীক্ষার্থীরা
  3. মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র খুলবে সাড়ে 8টায়, কী কী নিয়ে যাওয়া নিষেধ, রইল একনজরে
Last Updated : Feb 2, 2024, 12:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details