পশ্চিমবঙ্গ

west bengal

মমতার পদত্যাগ চাইলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দিলেন উৎখাতের হুঁশিয়ারি - SSC RECRUITMENT SCAM

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 4:09 PM IST

SSC Recruitment Corruption: যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের অবিলম্বে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করা উচিৎ বলে জানান অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ উল্লেখ্য, এদিন স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের গোটা প্যানেল (গ্রুপ-সি, ডি, নবম-দ্বাদশ) বাতিল করল কলকাতা হাইকোর্ট ৷

Abhijit Gangopadhyay
অভিজিৎ গঙ্গোপাধ্যায়

অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তমলুক, 22 এপ্রিল: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ 2016 সালের যাবতীয় নিয়োগ এবং প্যানেল বাতিল করে দিয়েছে ৷ আর তারপরই সাংবাদিক বৈঠক করে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পদত্যাগ দাবি করেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

সোমবার হাইকোর্টের রায় প্রকাশ্যে আসার পরই অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, "অত্যন্ত উপযুক্ত এবং সবদিক খতিয়ে দেখে এই রায় দিয়েছে ৷ আমি খুশি ৷ তবে এখন খুশির সময় নয় ৷ এখান থেকে এদের উৎখাত করতে হবে ৷ জোচ্চোর, মিথ্যেবাদী মমতার পদত্যাগ দাবি করছি ৷ অনেকের জীবন নষ্ট হয়েছে। আজকে হাইকোর্ট উপযুক্ত একটা রায় দিয়েছে।"

এখানেই শেষ নয়, প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, "এটা আমার কোনও ব্যক্তিগত বিষয় ছিল না ৷ সুতরাং, আমার স্বস্তির কোনও বিষয় এটা নয় ৷ তবে খারাপ লাগা আছে ৷ ভারতের বিচার ব্যবস্থাকে প্রণাম জানাব ৷ দুই-একটা কুলাঙ্গার থাকতেই পারে।" সেই সঙ্গে, সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, "যারা উপযুক্ত চাকরি প্রার্থী তাদেরকে ঠকিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ এদের মধ্যে হিন্দু-মুসলিম সব সব সম্প্রদায়ের লোকই আছে ৷ সবার উচিত মমতাকে বয়কট করা ৷"

প্রসঙ্গত, বিচারপতি থাকাকালীন এই মামলার রায় দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর কথায়, "যতটা কঠোরতা দেখাতে আমি পারিনি, এবারের ডিভিশন বেঞ্চ আরও বেশি কঠোরতা দেখিয়েছে । এরা জোচ্চোর ৷ এদের ফাঁসিতে চড়ানো উচিত। মমতা বন্দ্যোপাধ্য়ায় আজকেই পদত্যাগ করবেন আশা করি ৷ নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে ৷ এটা আমি আশা করতে পারি ৷ আমার ক্ষমতা থাকলে আমি টেনে নামাতাম ৷ এটা একটা নির্ণয়ক অবস্থায় আমরা পৌঁছলাম । এই জোচ্চরদের এখুনি পদত্যাগ চাই ।"

পাশাপাশি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের অবিলম্বে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করা উচিৎ বলেও জানান অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ উল্লেখ্য, এদিন স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের পুরো প্যানেল (গ্রুপ-সি, ডি, নবম-দ্বাদশ) বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট ৷ সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 281 পাতার রায় দেয় হাইকোর্ট ৷ সেই রায়ে 25,753 জনের নিয়োগ বাতিল করল বিচারপতি দেবাংশু বসাক এবং শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ৷ একইসঙ্গে নয়া টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে ৷ ভোট মিটলে সেই প্রক্রিয়া শুরু হবে ৷

আরও পড়ুন

  1. 25,753 জনের নিয়োগ বাতিল, এসএসসি মামলার রায়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ হাইকোর্টের
  2. সিবিআই গাজিয়াবাদের গোপন তল্লাশিই ব্রহ্মাস্ত্র হয়ে দাঁড়াল এসএসসি মামলায় হাইকোর্টের রায়দানে

ABOUT THE AUTHOR

...view details