পশ্চিমবঙ্গ

west bengal

বদলে গেল ইডেনে কেকেআর-রাজস্থান ম্যাচের দিন - IPL 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 5:19 PM IST

KKR vs RR Match Date Changed: 17 এপ্রিল রাম নবমী ৷ ফলে ইডেনে কলকাতা-রাজস্থান ম্য়াচে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল লালবাজার ৷ তাই বদলে গেল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের ম্যাচের তারিখ ৷

KKR vs RR Match Date Changed
দিন পরিবর্তন নাইট বনাম রাজস্থান ম্যাচের

কলকাতা, 2 এপ্রিল: 17 নয়, ইডেনে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের ম্যাচ হবে 16 এপ্রিল ৷ 'রাম নবমী'র কারণে ওইদিন ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয় ৷ সিএবি-কে আগেই জানিয়েছিল লালবাজার। ফলে নাইটদের ম্যাচ ঘিরে শুরু হয়েছিল সমস্য়া। সিএবি-এর সঙ্গে আলোচনা করে ম্য়াচের দিন পরিবর্তন করল বিসিসিআই ৷

রাম নবমীর দিন ম্যাচ আয়োজন নিয়ে সমস্যা তৈরি হওয়ার পরে বিকল্প দিন ঠিক করার উদ্যোগ শুরু হয়। সিএবি এ ব্যাপারে কোনও দায় সরকারিভাবে নিতে রাজি ছিল না। ফলে পরিস্থিতি জানিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ই-মেল করেছিল সিএবি । আসলে আইপিএলের ম্যাচ আয়োজনে সিএবি-র ভূমিকা অনেকটা তদারকির । ফলে ম্যাচ আয়োজনের যাবতীয় সমস্যা কীভাবে মিটবে তার দায় সিএবি নিতে রাজি ছিল না ।

তবে পরিস্থিতি সামাল দিতে সিএবিকে সঙ্গে নিয়ে ভারতীয় বোর্ড এবং নাইট কর্তৃপক্ষও আলোচনা করে । 70 হাজার দর্শক এবং সেলিব্রিটির উপস্থিতিতে ইডেনে ম্যাচ আয়োজন লালবাজারের সাহায্য ছাড়া সম্ভব নয় । লালবাজার নিরাপত্তা না দিতে পারার কথা জানিয়েছিল ই-মেলে।

16 এপ্রিল ম্যাচটি আয়োজনের ভাবনা থাকলেও আপত্তি ছিল নাইট থিঙ্কট্যাঙ্কের। কারণ 14 এপ্রিল লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচ খেলার 48 ঘণ্টার মধ্যে ফের মাঠে নামতে হবে নাইটে। এই অবস্থায় 18 এপ্রিল ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছিল। এই ক্ষেত্রে আপত্তি ছিল রাজস্থানের। কারণ তাদেরও কম ব্যবধানে পরবর্তী ম্যাচ খেলতে হবে। তাই সব মিলিয়ে 17 এপ্রিল রাম নবমীর দিন ইডেনে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ৷

ম্যাচটি যেহেতু নাইটদের হোম ম্যাচ এবং তাদের ট্র্যাভেল করার ঝক্কি নিতে হবে না । শেষ পর্যন্ত নাইট টিম ম্যানেজমেন্ট প্রাথমিক আপত্তি থেকে সড়ে এসে 16 এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়। ফলে লালবাজারের সমস্যাও মিটিয়ে ও সূচির সামান্য বদল করে আইপিএলের ম্যাচ রইল ইডেনে।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details