পশ্চিমবঙ্গ

west bengal

বিধ্বংসী সিরাজ! প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের লিড টিম ইন্ডিয়ার

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 1:32 PM IST

Updated : Feb 17, 2024, 2:21 PM IST

India vs England 3rd Test: ভারতের 445 তাড়া করতে নেমে 319 রানে গুটিয়ে গেল ব্রিটিশবাহিনী ৷ মহম্মদ সিরাজের দুরন্ত পারফরম্যান্সে তৃতীয় দিনে স্কোর বোর্ডে বড় রান তুললতে পারলেন না বেন স্টোকসরা ৷ প্রথম ইনিংসে 126 রানে এগিয়ে টিম ইন্ডিয়া ৷

প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের লিডে টিম ইন্ডিয়া
India vs England 3rd Test

রাজকোট, 17 ফেব্রুয়ারি:অশ্বিনকে ছাড়াই একের পর ইংরেজ এক ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরত পাঠালেন ভারতীয় বোলাররা ৷ বল হাতে কামাল করলেন মহম্মদ সিরাজ ৷ একাই নিলেন চারটি উইকেট ৷ তাঁকে সঙ্গ দিলেন জাদেজা ও কুলদীপ যাদব ৷ শনিবার থেকে রাজকোট টেস্টে খেলতে নামেননি রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তাঁর অভাব ঢেকে দিলেন ভারতের বাকি বোলাররা। শুরুটা করেছিলেন যশপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব। শেষ করলেন সিরাজ। এদিন সকাল থেকেই ব্রিটিশ ব্যাটারদের রানের গতি কমিয়ে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। প্রথম ইনিংসে ভারত এগিয়ে 126 রানে ৷

গতকাল 2 উইকেটে 207 রানে শেষ করেছিল ইংল্যান্ড। যে গতিতে রান করছিলেন বেন ডাকেটরা মনে হচ্ছিল, ভারতের 445 রান খুব সহজেই করে ফেলবেন। কিন্তু লাঞ্চের আগেই তিন উইকেট চলে যায় ৷ 153 রান নিয়ে যে ধারা বেন ডাকেট এগোচ্ছিলেন তাঁকে ডাগ-আউটে ফেরান চায়নাম্যান কুলদীপ যাদব ৷ ভয়ংকর হয়ে ওঠা ডাকেটকে ফেরাতেই রাশ নিজেদের হাতে নিয়ে ভারত ৷ তখন লাঞ্চের সময় 290 রানে পাঁচ উইকেট হারায় তারা। লাঞ্চের পর ইংল্যান্ড ইনিংসের লেজ ছেঁটে ফেলেন সিরাজরা ৷

জাদেজার বল তুলে মারতে গিয়ে আউট হন অধিনায়ক স্টোকস ৷ মোট চারটি উইকেট নেন সিরাজ ৷ দু'টি করে উইকেট নেন জাদেজা ও কুলদীপ এবং একটি উইকেট নেন বুমরা ৷ আর তাতেই বড় রানের লিড নিয়ে নেন ভারত ৷ এদিন প্রথম ইনিংস শেষের পর ইতিমধ্যেই ব্যাট করতে নেমে পড়েছে ভারত ৷ তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়ালকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে নেমেছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ এদিকে মায়ের অসুস্থতার জন্য রাজকোট ছেড়ে চেন্নাইয়ে মায়ের অসুস্থতার জন্য ফিরতে হয়েছে অশ্বিনকে ৷ তবে তাঁর না-থাকার খামতি ঢেকে দেন বোলাররা ৷ অশ্বিনের পরিবর্তে এদিন ফিল্ডিং করেন দেবদত্ত পাডিকল ৷

আরও পড়ুন:

  1. 500 উইকেটের মাইলস্টোন ছুঁয়ে রাজকোট টেস্ট থেকে সরে দাঁড়ালেন অশ্বিন
  2. টেস্ট ক্রিকেটে 500 শিকার অশ্বিনের, কুম্বলের পর দ্বিতীয় ভারতীয়
  3. অশ্বিন-জুরেল শো ও বুমরা ব্যাটিংয়ে বড় রান ভারতের
Last Updated : Feb 17, 2024, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details