পশ্চিমবঙ্গ

west bengal

ফের বেলাগাম ! তৃণমূলকে কুকুরের সঙ্গে তুলনা করে মুগুর দেওয়ার নিদান স্বপনের - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 4:04 PM IST

Updated : Apr 12, 2024, 4:17 PM IST

Swapan Majumder: বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ৷ ইটিভি ভারতের সামনে তৃণমূলকে এ কী বললেন তিনি ?

Swapan Majumder , স্বপন মজুমদার
Etv Bharat

স্বপন মজুমদারের বিতর্কিত মন্তব্য

মধ‍্যমগ্রাম, 12 এপ্রিল: ভোটের মুখে ফের বেলাগাম বারাসতের পদ্ম প্রার্থী তথা বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার । এবার রাজ‍্যের শাসকদল তৃণমূলকে 'কুকুর'-এর সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন গেরুয়া শিবিরের এই নেতা । শুধু তাই নয়, ভোট লুঠ রুখতে তৃণমূলকে 'মুগুর' দিয়ে জবাব দেওয়ার নিদানও দিয়েছেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার । তবে, এবারই প্রথম নয় । এর আগেও নানান বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছিলেন বারাসতের পদ্ম প্রার্থী । যার জেরে তাঁর নামে বারাসত থানায় এফআইআরও দায়ের হয় । কিন্তু তারপরও যে 'কুছ পরোয়া ন‍াহি' স্বপনের ! তা কিন্তু ফের স্পষ্ট হল তৃণমূল সম্পর্কে তাঁর মনোভাব থেকেই ।

শুক্রবার নির্বাচনী প্রচারে উত্তর 24 পরগনার মধ‍্যমগ্রামে গিয়েছিলেন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার । সেই বৈঠকের ফাঁকে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে তিনি তৃণমূলকে 'কুকুর' বলে সম্বোধন করার পর 'মুগুর' দেওয়ার দাওয়াই দিয়েছেন । কিন্তু, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলতে গেলেন ?

চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের 'বাহিনী' নিয়ে হুঁশিয়ারি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল স্বপন মজুমদারকে ৷ তার উত্তর দিতে গিয়ে তিনি ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন,"এটাই তো তৃণমূলের ধর্ম ! তৃণমূলের যে বিধায়ক এই হুমকি দিয়েছেন ভোটের পর দেখা যাবে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না । উনি যে অপকর্ম এবং পাপ করেছেন তার জন্য ওনাকে শাস্তি পেতে হবে একদিন । সেই কারণেই ভয় পেয় এই ধরণের মনোভাব পোষণ করছেন । মানুষ এবার সন্দেশখালির মতো এগিয়ে এসে প্রতিবাদ জানাবে । তার সামনে তৃণমূল বিধায়কের মতো কিছু অপদার্থ পড়লে তারও যোগ্য জবাব দেওয়া হবে ।"

কীভাবে জবাব দেবেন ? এই প্রশ্নের উত্তরে বারাসতের বিজেপি প্রার্থী বলেন,"কুকুর-কে কী দিতে হয় ! মুগুর দিতে হবে ।মুগুর দিয়েই তার জবাব দেওয়া হবে । তৃণমূল তো এখন পাগলা কুকুর হয়ে গিয়েছে । কুকুরকে সোজা করতে হলে মুগুর দিতেই হবে । আমি প্রশাসনকে বলব, অবিলম্বে ওই তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে জেলখানায় পুরতে হবে ।"

ভোটে সন্ত্রাস কিংবা ভোট লুঠ করতে এলে কী ধরণের 'মুগুর' দিতে হবে ? তার জবাবে স্বপন মজুমদার বলেন, "মানুষের গণতান্ত্রিক অধিকার যদি কেউ হরণ কিংবা লুঠ করতে আসে, সেই তামাশা বসে দেখব ? এটা হয় নাকি ! তার জন্য কেন্দ্রীয় বাহিনী তৈরি রয়েছে । তৈরি আছে বিজেপির কার্যকর্তা থেকে সাধারণ মানুষও । যে, যে ভাষা বোঝে তাঁকে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে । মারের সঙ্গে প্রতিরোধও চলবে সমানভাবে । চ‍্যালা কাঠের পাশাপাশি এবার মুগুরও থাকবে ভোট লুঠ রুখতে ।"

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, "ওদের শুভবুদ্ধির উদয় হোক ৷ এই মন্তব্যের কড়া নিন্দা করছি ৷ মানুষ এর জবাব দেবে ৷"

আরও পড়ুন :

  1. মুখ্যমন্ত্রীর সম্পর্কে বিতর্কিত মন্তব্য, বিজেপি প্রার্থী স্বপনের বিরুদ্ধে এফআইআর
  2. ক্ষমতায় এলে শাসক নেতাদের শায়েস্তা করতে বুলডোজার চালানোর হুঁশিয়ারি স্বপন মজুমদারের
  3. স্বপন মজুমদারকে নিয়ে বিড়ম্বনায় বিজেপি, এবার মুখ খুললেন গতবারের প্রার্থীও
Last Updated : Apr 12, 2024, 4:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details