পশ্চিমবঙ্গ

west bengal

নন্দীগ্রাম মমতাকে ক্ষমতায় এনেছিল, চেয়ার খালি করবে সন্দেশখালি, তোপ শুভেন্দুর

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 8:37 PM IST

Updated : Feb 14, 2024, 8:54 PM IST

Suvendu Adhikari Slams Mamata Banerjee: রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অসুস্থ হয়ে পড়া নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন ৷ নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালির তুলনা টেনে কী বোঝাতে চাইলেন তিনি ?

Etv Bharat
মমতাকে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা ও নন্দীগ্রাম 14 ফেব্রুয়ারি: সালটা 2001 ৷ কেশপুরের নারকীয় ঘটনাবলী নাড়িয়ে দিয়েছে রাজ্যবাসীকে ৷ ঠিক এমন সময় শহিদ মিনারের একটি সভা থেকে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের 'বিদায়ঘণ্টা' বাজিয়ে বলেছিলেন, "কেশপুর সিপিএমের শেষপুর ৷" দু'দশক বাদে রাজ্য রাজনীতিতে মমতারই একসময়ের ঘনিষ্ঠ সতীর্থর হাত ধরে ফিরল এমনই এক শব্দবন্ধ ৷ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অসুস্থ হয়ে পড়া নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন,"নন্দীগ্রাম মমতাকে ক্ষমতায় এনেছিল। সন্দেশখালি মমতার চেয়ার খালি করে দেবে ৷" তিনি জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আপাতত বনধ ডাকা হচ্ছে না । তবে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে ।

আজ নন্দীগ্রামের হরিপুর বিজেপি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদারের অসুস্থতার কারণ জানাতে গিয়ে শুভেন্দু বলেন," দলদাস মমতার পুলিশের অত্যাচারেই অসুস্থ হয়ে পড়েছেন সুকান্তবাবু ৷ যেখানে 144 ধারা শুরু হচ্ছে সেখান থেকে যদি সুকান্তবাবুকে আটকানো হত তাহলে তার একটা মানে থাকত । কিন্তু আজ যেখানে তাঁকে আটকানো হল সেটা 144 ধারা জারি হওয়া এলাকার বাইরে । এর আগে সন্দেশখালি যাওয়ার সময় আমাদের সায়েন্স সিটিতে আটকে দিয়েছে পুলিশ। আজ অতিরিক্ত এসপির নেতৃত্বে একজন সাংসদকে হেনস্থা করা হল। শারীরিক নির্যাতনও করা হল ৷ দীর্ঘক্ষণ পুলিশি উৎপীড়নের কারণেই সুকান্তবাবুর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে ।"

তাঁর কথায়, "আজকে আবার সন্দেশখালিতে 144 ধারা জারি করে সরাসরি আদালতকে চ্যালেঞ্জ করেছে মমতার পুলিশ । উচ্চ আদালত এর বিচার করবে। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে । সিপিএমের আমলে নোংরামিকেও ছাপিয়ে গিয়েছে এবারের ঘটনা। সমস্ত সীমা লঙ্ঘন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লেঠেল-দলদাস পুলিশ ৷ 2011 সালের পুলিশ পরিচালিত সরকার যা যা ভুল করেছে এরাও ঠিক তাই তাই করছে ৷ আগামিকাল বৃহস্পতিবার আবারও 30 বিজেপি বিধায়কদের নিয়ে বিধানসভার গেট থেকে সন্দেশখালি যাব । পুলিশ কী করবে সেটা তাদের ব্যাপার ।"

নন্দীগ্রাম আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার গড়তে সাহায্য করেছিল। সেই আন্দোলনের সঙ্গে সন্দেশখালকে তুলনা করে শুভেন্দু অধিকারী বলেন, "সন্দেশখালির আন্দোলনই মমতাকে চেয়ার থেকে টেনে নামাবে ৷ একসময় যেমন আওয়াজ উঠেছিল ভুলতে পারি নিজের নাম ভুলবো নাকো নন্দীগ্রাম ৷ এবার আওয়াজ উঠেছে সন্দেশখালি মমতার চেয়ার করবে খালি ।"

Last Updated : Feb 14, 2024, 8:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details