পশ্চিমবঙ্গ

west bengal

ভোট দিতে অবশ্যই যাবেন, লোকসভা নির্বাচনে সাধারণের কাছে বার্তা টলিউড শিল্পীদের

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 2:18 PM IST

Tollywood Celeb Reaction on Vote: ঘোষণা হয়ে গিয়েছে লোকসভা ভোটের নির্ঘণ্ট ৷ জোর কদমে চলছে প্রচার ৷ ভোট ঘিরে টলিউড তারকাদের কী মতামত, জানল ইটিভি ভারত ৷

Etv Bharat
নির্বাচনে সাধারণের কাছে বার্তা টলিউড শিল্পীদের

Tollywood Celeb Reaction on Vote

কলকাতা, 17 মার্চ: প্রার্থী তালিকা ইতিমধ্যেই হাজির। ঘোষণা হয়ে গিয়েছে ভোটের দিনও ৷ ইতিমধ্যেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন অনেক প্রার্থী ৷ প্রতিবারের মতো এবারেও ভোট ময়দানে রয়েছেন একাধির টলিউড অভিনেতা-অভিনেত্রী ৷ বেশ কিছু মুখ যেমন পুরনো তেমনই উঠে এসেছে রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো নতুন মুখও ৷ এরমধ্যেই অনেক শিল্পী আছেন, যাঁরা রাজনীতি থেকে নিজেদের রেখেছেন দূরে ৷ অনেকেই আছেন নানা সময়ে নানান মতামত রাজ্য-রাজনীতি নিয়ে পেশ করলেও পদের আশা করেন না। আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কী বলছেন বিনোদন দুনিয়ার সেই সব তারকারা? শুনল ইটিভি ভারত।

কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, "প্রথমত এই লোকসভা নির্বাচন ভীষণ গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের দেশে যে অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা সেটা তো খুব একটা ভালো নয়। আমার মনে হয় মানুষের খুব ভেবেচিন্তে ভোট দেওয়া উচিত। একইসঙ্গে এই অর্থনৈতিক বিপর্যয়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং সামজিক ভেদাভেদ, ধর্ম-জাতের ভেদাভেদের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের ভোট দেওয়া উচিত। প্রার্থী তালিকা দেখেছি। এই নিয়ে আমার কোনও বক্তব্য নেই।"

সঙ্গীত শিল্পী পৌষালি বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি বলব, যার যে দলকে এবং যে দলের কাজ পছন্দ তাকেই ভোটটা দেবেন। নিজের বিচার বিবেচনাই এখানে শেষ কথা। " তাঁর কাছে যদি কখনও রাজনীতিতে নামার প্রস্তাব আসে, কী করবেন তিনি ? জবাবে বলেন, "আমার রাজনীতি নিয়ে পড়াশুনাটা নেই। প্রত্যেকটা কাজের জন্য পড়াশুনাটা দরকার। আমাদ কাছে প্রস্তাব এলে জানি না আমি কী করব। তবে, হ্যাঁ যেদিন গলায় সুর থাকবে না কিংবা কিছুই করার থাকবে না সেদিন ভেবে দেখব।"

প্রয়াত তৃণমূল নেতা সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে বলেন, "ভোটের ঘণ্টা বেজে গিয়েছে। প্রচারের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রচারে যাচ্ছি। এর পরেও যাব। গরম ভাবলে চলবে না। " অভিনেতা সাহেব ভট্টাচার্য বলেন, "আমি রাজনীতির ব্যাপারে একেবারেই আগ্রহী নই। আসলে যে জিনিসটা খুব একটা বুঝি না সেটার সঙ্গে থাকি না।"

উল্লেখ্য, রাজ্যে সাতদফা ভোট হতে চলেছে ৷ প্রথম দফার ভোট শুরু হবে 19 এপ্রিল ৷ ভোটের ফলাফল বেরোবে 4 জুন ৷ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শাসক শিবির থেকে বিরোধী শিবিরের প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারে ৷ ঘাটালে যেমন দেব-হিরণের প্রচার জোর কদমে শুরু হয়েছে তেমনই হুগলি লোকসভা কেন্দ্রে প্রচার শুরু লকেট চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়ের ৷

আরও পড়ুন

1. বাংলার নির্বাচন হবে 7 দফা, ভোটগ্রহণ শুরু 19 এপ্রিল

2.হিংসা ঠেকাতে লোকসভা ভোটে রাজ্যে 250 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

3.শায়েরি করে কড়া বার্তা রাজীব কুমারের, ইভিএম থেকে বিদ্বেষমূলক প্রচার ঠেকাতে অভিনব উদ্যোগ

ABOUT THE AUTHOR

...view details