পশ্চিমবঙ্গ

west bengal

'ক্রিউ' ছবির শুটিং শেষ করলেন টাবু, সোশাল মিডিয়ায় দিলেন মন ভালো করা ছবি

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 3:27 PM IST

Crew Movie: প্রকাশ্যে 'ক্রিউ' ছবির টিজার ৷ টাবু-করিনা ও কৃতিকে দেখতে অপেক্ষায় দর্শকরা ৷ তার আগে ছবি নিয়ে বিশেষ বার্তা দিলেন 'খুফিয়া' অভিনেত্রী ৷

Etv Bharat
'ক্রিউ' ছবির শুটিং শেষ করলেন টাবু

মুম্বই, 26 ফেব্রুয়ারি: শুটিং শেষ করলেন অভিনেত্রী টাবু ৷ 'ক্রিউ' ছবির শুটিং শেষ হতেই সোশাল মিডিয়ায় সেই খবর শেয়ার করেছেন অভিনেত্রী ৷ ইতিমধ্যেই এই ছবিতে প্রকাশ্যে এসেছে টাবুর লুক ৷ যা দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও ৷ এর আগে অভিনেত্রীকে দেখা গিয়েছে খুফিয়া সিরিজে ৷ সেই ছবির পরেই তিনি ব্যস্ত হয়ে পড়েন 'ক্রিউ'-র শুটিংয় নিয়ে ৷

সোশাল মিডিয়ায় অভিনেত্রী একটি কেকের ছবি শেয়ার করে লেখেন, "শেষ হল শুটিং ৷ কেক টাইম ৷" সম্প্রতি মুক্তি পেয়েছে ক্রিউ ছবির টিজার, যা ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ টাবু, করিনা কাপুর খান কৃতি শ্যাননকে দেখে মুগ্ধ সকলেই ৷ বিমান সেবিকার চরিত্রে এই তিন তারকাকে পর্দায় একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷ টিজারের ঝলক শুরু হয় টাবুর ভয়েস দিয়ে ৷ যেখানে তাঁকে বলতে শোনা যায়, "প্রত্যেকে নিজের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছেন ৷ এখানকার তাপমাত্রা আপনাদের জন্য বেশ গরম হতে চলেছে ৷"

তারপরেই শোনা যায় করিনা কাপুর বলেন, "কথায় আছে হাতিকে জব্দ করার জন্য একটা পিঁপড়েই যথেষ্ট ৷ এখানে তো তিনজন রয়েছে ৷" বলা বাহুল্য, করিনা-টাবু-কৃতিকেই পিঁপড়ে বলে উল্লেখ করা হয়েছে ৷ এরপর বিমান সেবিকা হিসাবে তাঁদের কাজ, অবসাদ, প্রেম ও তার মধ্যে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া, সব মিলিয়ে মজাদার এই টিজার ছবির আগাম পূর্বাভাস দেয় ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিলজিৎ দোসাঞ্জ ও কপিল শর্মাকেও ৷ তবে তাঁদের চরিত্রের কী নাম তা এখনও জানা যায়নি ৷

টিজার সোশাল হ্যান্ডেলে করিনা শেয়ার করে লেখেন, "কুর্সি কি পেটি বাঁধ লে ৷ কিঁউকি ইয়াহ কা তাপমান আপকে লিয়ে বহত গরম হোলে ওয়ালা হ্যায় ৷ ছবির মুক্তি 29 মার্চ ৷ বিশেষ চরিত্রে সামনে আসবেন দিলজিৎ ও কপিল ৷" ছবিটি প্রযোজনা করেছে বালাজি টেলিফিল্মস, অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশনস নেটওয়ার্ক ৷ এর আগে ঠিক ছিল 'ক্রিউ' মুক্তি পাবে 22 মার্চ ৷ তবে ছবির নির্মাতারা পরবর্তী সময়ে মুক্তির তারিখ পিছিয়ে 29 মার্চ করেন ৷

ABOUT THE AUTHOR

...view details