পশ্চিমবঙ্গ

west bengal

সত্যজিৎ রায় জয়সলমীরের মানুষের কাছে ভাস্কো দা গামা: কুশল চক্রবর্তী - Satyajit Ray Birth Anniversary

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 6:10 AM IST

Updated : May 2, 2024, 1:04 PM IST

Satyajit Ray Birth Anniversary: 103তম জন্মদিনের প্রাক্কালে সোনার কেল্লা নিয়ে স্মৃতি রোমন্থন করলেন তাঁর ছেলে সন্দীপ রায় ও অভিনেতা কুশল চক্রবর্তী ৷

ETV BHARAT
ETV BHARAT

সত্যজিৎ স্মরণে 'মুকুল'

কলকাতা, 2 মে:চলছে 'সোনার কেল্লা'র 50 বছর । 1974 সালের 27 ডিসেম্বর মুক্তি পায় 'সোনার কেল্লা'। রাজস্থানের জয়সলমীরে গল্প দানা বেঁধেছে এই ছবির । জয়সলমীরের মতো একটা শুষ্ক এলাকাতেও শুটিং করা যায় তা দেখিয়েছিলেন সত্যজিৎ রায় । তাঁকে জয়সলমীরের ভাস্কো দা গামা বলেন সেখানকার মানুষজন ৷ এ কথা জানালেন সোনার কেল্লার মুকুল কুশল চক্রবর্তী ৷

সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের বই প্রকাশে এসে কুশল চক্রবর্তী বলেন, "এই ছবি বেশ কয়েক হাজার মানুষের জীবিকা তৈরি করে দিয়েছিল । রাজস্থানের একটা রিমোট জায়গার অর্থনীতিকে প্রভাবিত করেছিল 'সোনার কেল্লা'। আমি জয়সলমীরের মানুষদের মুখে শুনেছি, সত্যজিৎ রায় তাঁদের ভাস্কো দা গামা । আলাদা একটা জায়গা আবিষ্কার করেছিলেন উনি । জয়সলমীরে কিচ্ছুটি নেই । সেই জায়গায় শুটিং করেন সত্যজিৎ রায় । ওখানকার মানুষ বলেন, ওপরে ভগবান, নীচে বালি আর মাঝখানে আছেন সত্যজিৎ রায় । ওখানকার প্রত্যেকটা দোকানে সত্যজিৎ রায়ের ছবি । বাবুদা (সন্দীপ রায়) আমার সঙ্গে গিয়েছিল । বাবুদা সেই সব ছবি দেখে অবাক হয়ে বলেছিল, আমার কাছে তো এই সব ছবি নেই ! মানুষ ওখানে এতটাই শ্রদ্ধা করেন সত্যজিৎ রায়কে ।"

'সোনার কেল্লা' নিয়ে আড্ডায় উঠে আসে আরেক তথ্য । কাকে মাথায় রেখে এই ছবি তৈরি হয়েছিল জানেন ? কাকে এই ছবিতে প্রথম কাস্টিং করেছিলেন সত্যজিৎ রায় ? সবটা কিংবদন্তি পরিচালকের 103তম জন্মদিনের প্রাক্কালে মেলে ধরলেন তাঁর সুযোগ্য পুত্র সন্দীপ রায় । তিনি 'ফেলুদার প্রথম তোপসে' শীর্ষক বইপ্রকাশ অনুষ্ঠানে এসে বলেন, "সোনার কেল্লা ছবির প্রথম কাস্টিং ছিল মুকুল । মুকুল হিসেবে ছোট্ট কুশল চক্রবর্তীকে বাবার এত পছন্দ ছিল যে, তখনই তিনি সোনার কেল্লা বানানোর কথা ভাবেন । মুকুলকে মাথায় রেখেই সেই সময়ে তৈরি হয় 'সোনার কেল্লা'। আর সবশেষে কাস্টিং করা হয়েছিল ফেলুদাকে । সেই চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় । ফেলুদাতে বাবার সবথেকে পছন্দের চরিত্র জটায়ু । মুকুলের সঙ্গে সঙ্গেই জটায়ুকে কাস্টিং করে ফেলেছিলেন তিনি ।"

মুকুল থুড়ি কুশল চক্রবর্তী এ দিন বলেন, "সোনার কেল্লা একটা ম্যাজিক । পঞ্চাশ বছর পরেও মানুষ এই ছবি দেখে । টিভিতে চলতে থাকলে আমার মনে হয়, যাঁর সেই সময়ে কাজ নেই তিনি সোনার কেল্লা দেখেন । ছবির ডায়লগ, লোকেশন, মিউজিক, অভিনয় সব অমর হয়ে আছে ।"

সত্যজিৎ রায় প্রসঙ্গে কুশল চক্রবর্তী ইটিভি ভারতকে বলেন, "জয়সলমীরের লোকেদের কাছে ফেলুদা, জটায়ু কেউ নয় । শুধু সোনার কেল্লা, সত্যজিৎ রায় আর মুকুলকেই চেনেন ওঁরা । আমি যে বয়সে মুকুল হয়েছি, সেই বয়সে সত্যজিৎ রায়কে চেনার কথা নয় । পরে চিনেছি । উনি সকলকে নিজের বয়সি করে নিয়ে কাজ করতেন । বাচ্চাদেরকে বাচ্চা হিসেবে মনে করতেন না । সেভাবেই শেখাতেন । তাই ওঁর ছবিতে বাচ্চারা নানা সময়ে অত ভালো অভিনয় করেছে ।"

আরও পড়ুন:

  1. সত্যজিৎ রায়ের প্রয়াণে কী অবস্থা হয়েছিল সৌমিত্রর ? স্মৃতি আওড়ালেন ‘ফেলুদা’ কন্যা পৌলমী
  2. 'পথের পাঁচালী' বদলে দিয়েছিল জীবন, সত্যজিৎ রায় স্মারক বক্তৃতায় আবেগতাড়িত প্রাক্তন কিউরেটর লরেন্স কার্দিশ
  3. একদিন 'রায়' দিবসে আপত্তি গবেষক দেবাশিসের, উঠল 'সত্যজিৎ সপ্তাহ' পালনের দাবি
Last Updated :May 2, 2024, 1:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details