পশ্চিমবঙ্গ

west bengal

প্রভাসকে সঙ্গী করে তেলুগু ফিল্মে যাত্রা শুরু হচ্ছে অক্ষয়ের, কোন ছবি ? - Akshay Kumar debut in Telugu Film

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 8:11 PM IST

Akshay Kumar debut in Telugu Film: প্রভাসকে সঙ্গী করে তেলুগু ফিল্মে যাত্রা শুরু করছেন অক্ষয় কুমার ৷ বিষ্ণু মাঞ্চুর ছবি কান্নাপ্পাতে দেখা যাবে তাঁকে ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 16 এপ্রিল: বিষ্ণু মাঞ্চু-অভিনীত 'কান্নাপ্পা' দিয়ে তেলুগু ফিল্মে অভিষেক ঘটতে চলেছে বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের ৷ এই ফিল্মের নির্মাতারা মঙ্গলবার তাঁদের ফিল্মে অক্ষয়কে কাস্ট করার কথা ঘোষণা করেছেন । যদিও অক্ষয় ঠিক কোন ভূমিকায় অভিনয় করবেন, তার বিশদ বিবরণ এখনও জানা যায়নি ৷

তেলুগু ফিল্ম কান্নাপ্পা-তে প্রধান চরিত্রে অভিনয় করছেন মাঞ্চু ৷ তিনি আজ তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে অক্ষয় কুমারের অভিনয়ের কথা জানান ৷ তিনি তাঁর পোস্টে লিখেছেন, "কান্নাপ্পার যাত্রা আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে ৷ কারণ আমরা সুপারস্টার মি. অক্ষয় কুমারকে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বাগত জানাচ্ছি । কান্নাপ্পার সঙ্গেই তেলুগু সিনেমায় তাঁর আত্মপ্রকাশের কথা ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত । একটি অবিস্মরণীয় অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হন !"

অ্যাকশন ফিল্ম বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর স্টার অক্ষয় তাঁকে কানাপ্পা টিমে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য মাঞ্চুকে ধন্যবাদ জানিয়েছেন । 56 বছর বয়সি বলিউডের খিলাড়ি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "এমন উষ্ণ অভ্যর্থনা এবং আমাকে আপনার কান্নাপ্পা যাত্রার অংশীদার করার জন্য আপনাকে ধন্যবাদ বিষ্ণু মাঞ্চু । জয় মহাকাল ৷"

এ দিকে, শোনা যাচ্ছে, প্রভাসের দল কান্নাপ্পা প্রোডাকশনকে বলেছে যেন প্রভাসকে অন্য অংশে কাস্ট করার কথা বিবেচনা করা হয় ৷ কারণ তিনি তাঁর আসন্ন বিজ্ঞান কল্পকাহিনী ছবি কল্কি এডি 2898-এ মহাবিষ্ণুর অনুরূপ একটি চরিত্রে অভিনয় করবেন । হলিউডের সিনেমাটোগ্রাফার শেলডন চাউ, অ্যাকশন ডিরেক্টর কেচা খামফাকদি এবং ডান্স মাস্টার প্রভু দেবা এই ছবিতে তাঁদের অবদান রাখবেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. 'অকায়' কোলে দেশে ফিরলেন অনুষ্কা, ক্যামেরাতে দেখা গেল 'বিরাটপুত্র'র মুখ?
  2. ভাইজানের বাড়ির সামনে গুলি চলায় কলকাতায় 'বাদশা'র কড়া নিরাপত্তা, দায়িত্বে কারা?
  3. ময়দান ছবিতে 'উপেক্ষিত' প্রশান্ত সিনহা, তথ্য বিকৃতির অভিযোগ পরিবারের

ABOUT THE AUTHOR

...view details