পশ্চিমবঙ্গ

west bengal

সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত গোল্ডি ব্রার খুন আমেরিকায়! - Goldie Brar

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 5:17 PM IST

Death Of Goldie Brar: পঞ্জাবি গায়ক সিধু মুয়েওয়ালা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত গোল্ডি ব্রারকে আমেরিকায় গুলি করে খুন করা হয়েছে ৷ আমেরিকার এক সংবাদমাধ্যমের দাবি তেমনটাই ৷ যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

Etv Bharat
গোল্ডি ব্রার খুন আমেরিকায়!

চণ্ডীগড়, 1 মে: পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যা মামলার প্রধান অভিযুক্ত, গ্যাংস্টার গোল্ডি ব্রারের মৃত্যু হয়েছে মার্কিন মুলুকে। একটি আমেরিকান খবরের চ্যানেলের তথ্য অনুসারে গোল্ডি ব্রারকে গত মঙ্গলবার বিকাল 5টা 25 মিনিটে আমেরিকার ফেয়ারমন্ট এবং হল্ট অ্যাভিনিউয় এলাকায় গুলি করা হয়েছে বলে খবর। বন্ধুর সঙ্গে সে সময় বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়েছিলেন গোল্ডি ব্রার। সেইসময় অজ্ঞাত কয়েকজন দুষ্কৃতি তাঁদের লক্ষ্য করে গুলি করে পালায় বলে অভিযোগ ৷ যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

স্থানীয় পুলিশ অফিসার লেসলি উইলিয়ামস এক চ্যানেলকে জানিয়েছেন, ঘটনা আহত দু'জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন গোল্ডি ব্রার হতে পারে বলেও মনে করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। গোল্ডি ব্রারের প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টার আরশ ডাল্লা এবং লক্ষবীর লান্ডা গোল্ডিকে হত্যার দায় স্বীকার করেছে। শত্রুতার জেরেই গোল্ডিকে গুলি করা হয়েছে বলে দাবি গ্যাংস্টার আরশ ও লক্ষবীরের ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত লরেন্স বা অন্য কোন গ্যাংস্টারের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি ৷

গোল্ডি ব্রার পঞ্জাবের শ্রী মুক্তসর সাহিবের বাসিন্দা। তিনি 1994 সালে জন্মগ্রহণ করেন ৷ তাঁর বাবা-মা নাম রাখেন সতবিন্দর সিং। বাবা ছিলেন পুলিশের সাব-ইন্সপেক্টর । ছেলেকে উচ্চশিক্ষিত করতে চেয়েছিলেন, কিন্তু সতবিন্দর ওরফে গোল্ডি বেছে নেন নিজের পথ ৷ গোল্ডি ব্রারের কাকার ছেলে গুরলাল ব্রারকে চণ্ডীগড়ে খুন করা হয়। 2020 সালের 11 অক্টোবর রাতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ফেজ-1-এ একটি ক্লাবের বাইরে গুরলালকে গুলি করে হত্যা করা হয়। তিনি পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন।

গুরলাল ব্রার ছিলেন লরেন্স বিষ্ণোইয়ের সবচেয়ে কাছের। গুরলাল ব্রার এবং লরেন্স পঞ্জাব ইউনিভার্সিটির (SOPU) ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন। গুরলাল ব্রার হত্যার পর সোশ্যাল মিডিয়ায় লরেন্স গ্যাং লিখেছিল, "এখন নতুন যুদ্ধ শুরু হয়েছে, রাস্তায় রক্ত ​​শুকোবে না।" প্রতিশোধ নিতে গোল্ডি বেছে নেন অপরাধের পথ। তিনি জগ্গু ভগবানপুরিয়া এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গেও দেখা করেন। 8 ফেব্রুয়ারি 2021, গোল্ডি তাঁর ভাইয়ের হত্যার জন্য অভিযুক্ত ফরিদকোট জেলা যুব কংগ্রেসের সভাপতি গুরলাল সিংকে গুলি করে হত্যা করে। হত্যার পর গোল্ডি গোপনে স্টুডেন্ট ভিসায় কানাডায় পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, ভোল পালটে গোল্ডি কানাডায় থাকতে শুরু করে। পুলিশের কাছে গোল্ডির 5 ভিন্ন রূপের ছবি রয়েছে। এমনকী, গোল্ডির বিরুদ্ধে জারি হয় রেড কর্নার নোটিশ।

29 শে মে 2022, বিখ্যাত পঞ্জাবি গায়ক শুভদীপ সিং ওরফে সিধু মুসেওয়ালা তথা মানসার জাওহারকে খুন করা হয় ৷ ঘটনার দায়ভার নেয় লরেন্স গ্যাং ৷ এরপর গোল্ডি ব্রার একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বলেন, তিনি মুসেওয়ালাকে হত্যা করেছেন। তিনি মুসেওয়ালার বিরুদ্ধে লরেন্সের কলেজ বন্ধু ভিকি মিদুখেরাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন। গোল্ডি দাবি করেছিলেন যে, মুসেওয়েলার বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা না-নেওয়ায় তাঁকে হত্যা করতে বাধ্য করা হয়েছে। জানা যায়, গোল্ডি মুসেওয়ালাকে হত্যা করতে হরিয়ানা ও পঞ্জাব থেকে 6টি শুটার পাঠিয়েছিলেন।

এরপর, অভিনেতা সলমন খানকেও হত্যার হুমকি দিয়ে খবরের শিরোনামে আসেন গ্যাংস্টার গোল্ডি ব্রার। গোল্ডি ব্রার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী ছিলেন ৷ কয়েকদিন আগে সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর যে ঘটনা ঘটে তাতে নাম জড়ায় লরেন্সের ভাই আনমোল বিষ্ণোইয়ের। এবার কুখ্যাত সেই গ্যাংস্টারকে আমেরিকায় গুলি করে হত্যার খবর সামনে এসেছে ৷

আরও পড়ুন:

1. সিনে জগতে শাবানা আজমির 50 বছর, উদযাপন নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে

2.'তিনি ঈশ্বরের আশীর্বাদধন্য'! অরিজিৎ সিংয়ে মুগ্ধ মাহিরা

3.আমেরিকায় দিলজিতের 'চমকিলা' সফর, তৈরি হল ইতিহাস

ABOUT THE AUTHOR

...view details