পশ্চিমবঙ্গ

west bengal

বিটাউনে পার 55 বছর, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলিউড শাহেনশার

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 12:43 PM IST

Big B marked his 55 years in movies: হিন্দি ছবির জগতে 55 বছর সম্পন্ন করলেন বিগবি অমিতাভ বচ্চন ৷ সোশাল মিডিয়ায় দর্শকদের প্রতি জানালেন কৃতজ্ঞতা ৷

Etv Bharat
বিটাউনে 55 বছর পার শাহেনশা অমিতাভের

হায়দরাবাদ, 17 ফেব্রুয়ারি:1969 সালে মুক্তি পাওয়া প্রথম ছবি 'সাত হিন্দুস্তানি' মুখ থুবড়ে পড়লেও অভিনেতার ঝুলিতে এসেছিল প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৷ সেই শুরু সিনে পর্দার জার্নি ৷ দেখতে দেখতে রূপোলি পর্দায় 55টা বছর কাটিয়ে ফেললেন বলিউডের শাহেনশা তথা অমিতাভ বচ্চন ৷

রীস্তে ম্যায় তিনি সকলের বাপ, যেখানে দাঁড়িয়ে পড়েন লাইন শুরু হয় সেখান থেকেই ৷ তিনি নান আদার দ্যান বিগ বি ৷ 55 বছরের সিনে জার্নির মুহূর্ত সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন অমিতাভ ৷ নিজের একটি আর্টিফিসিয়াল ছবি দিয়ে ফিল্ম ইন্ডাষ্ট্রির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহেনশা ৷ ক্যাপশনে লিখেছেন, "বিশ্ব সিনেমার জগতে অসাধারণ 55 বছর ৷ আর এআই আমাকে দিয়েছে সেই জার্নি ব্যাখ্যা ৷" বিজয় দীননাথ চৌহানের এই সফরে শুভেচ্ছা জানিয়েছেন মেয়ে শ্বেতা বচ্চন, বলিউড তারকা মৌনি রয়, কুণাল কাপুর, সিদ্ধার্থ মালহোত্রার পাশাপাশি অনুরাগীরাও ৷

রিয়েলিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানে একবার প্রথম ছবি সাত হিন্দুস্তানি নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেতা অমিতাভ ৷ তিনি জানিয়েছিলেন, কীভাবে খাজা আহমেদ আব্বাস তাঁকে শুটিংয়ের অ-আ শিখিয়েছিলেন ৷ কীভাবে পরিচালক বাবা হরিবংশ রাই বচ্চনের কাছ থেকে সম্মতি নিয়েছিলেন অমিতাভকে ফিল্ম ইন্ডাষ্ট্রিতে আনার জন্য ৷ সেদিনের 'অ্যাংরি ইয়ং ম্যান' আজও তাবড় তাবড় অভিনেতার সামনে দাঁড়িয়ে বলার ক্ষমতা রাখেন, 'বুঢ্ঢা হোগা তেরা বাপ' ৷

81 বছরের অমিতাভ আজও সমান তালে বিনোদন দুনিয়া মাতিয়ে রেখেছেন ৷ একের পর এক ছবি তিনি উপহার দিয়ে চলেছেন অনুরাগী তথা দর্শকদের ৷ সম্প্রতি তিনি শেষ করেছেন কৌন বনেগা ক্রোড়পতি রিয়েলিটি শোয়ের শুটিং ৷ বর্তমানে তিনি ব্যস্ত আছেন নাগ অশ্বিন পরিচালত 'কালকি 2898 এডি' ছবির শুটিংয়ে ৷ এছাড়াও হাতে রয়েছে রজনীকান্তের সঙ্গে ভেটাইয়া ছবি ৷ অমিতাভ বচ্চনের শেষ মুক্তি পাওয়া ছবি অয়ন চক্রবর্তী পরিচালিত 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা', 'গুডবাই' ও 'উঁচাই' ৷

ABOUT THE AUTHOR

...view details