পশ্চিমবঙ্গ

west bengal

5 মাসে সর্বনিম্ন, ভোটের আগে খুচরো পণ্যে মূল্যবৃদ্ধির হার কমল 4.85 শতাংশ - Retail Inflation

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 12:23 PM IST

Retail Inflation Decreased in March: মার্চ মাসে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও হ্রাস পেল এবং 5 মাসের সর্বনিম্ন 4.85 শতাংশে নেমে এসেছে । শুক্রবার মূল্যবৃদ্ধির তথ্য প্রকাশ করেছে কেন্দ্র ।

Retail Inflation
Retail Inflation

নয়াদিল্লি, 13 এপ্রিল:পাঁচমাসের মধ্যে সর্বনিম্ন ৷ মার্চ মাসে 4.85 শতাংশ হ্রাস পেল খুচরো পণ্যে মূল্যবৃদ্ধির হার । খাদ্যপণ্যের দাম কম হওয়ায় খুচরো মূল্যবৃদ্ধির হারে এই পতন দেখা গিয়েছে । শুক্রবার জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও) দ্বারা প্রকাশিত তথ্যে এমনটাই জানা গিয়েছে ৷ খাদ্যপণ্যের দাম গত ফেব্রুয়ারি মাসে 8.66 শতাংশ থেকে মার্চ মাসে সামান্য কমে 8.52 শতাংশে নেমে এসেছে।

কেন্দ্র 22টি রাজ্যের তথ্য প্রকাশ করেছে ৷ যার মধ্যে নয়টি রাজ্য জাতীয় গড় মূল্যবৃদ্ধির হারের নীচে রয়েছে এবং বাকি 13টি এর উপরে রয়েছে ৷ মূল্যবৃদ্ধির হার 4.94 থেকে 7.05 শতাংশের মধ্যে । মার্চ মাসে খুচরো পণ্যে মূল্যবৃদ্ধির হার 5 শতাংশের নাচে নেমে আসে, যা ধারাবাহিকভাবে সপ্তম মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 6 শতাংশের কমফোর্ট জোনের মধ্যে ছিল ।

2023 সালের ফেব্রুয়ারি 5.09 শতাংশ ও মার্চ মাসে 5.66 শতাংশের তুলনায় 2024 সালের মার্চ মাসে কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) ছিল 4.85 শতাংশ । জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও) দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী, খাদ্যপণ্যের দাম কনজিউমার ফুড প্রাইস ইনডেক্সও (সিএফপিআই)ও ফেব্রুয়ারির 8.66 শতাংশ থেকে মার্চ মাসে 8.52 শতাংশে নেমে এসেছে ।

এ ছাড়া এই তথ্যে দেখা গিয়েছে, শহরের তুলনায় গ্রামে মূল্যবৃদ্ধির হার বেশি । 2024 সালের মার্চ মাসে গ্রামে মূল্যবৃদ্ধির হার 5.45 শতাংশে ছিল, যা 2024 সালের ফেব্রুয়ারিতে 5.34 শতাংশের তুলনায় বেশি ৷ তবে এটি 2023 সালের মার্চ মাসে 5.51 শতাংশের তুলনায় এখনও কম ৷ 2024 সালের মার্চ মাসে শহুরে মূল্যবৃদ্ধির হার ছিল 4.78 শতাংশ, যা ফেব্রুয়ারির 4.14 শতাংশের তুলনায় বেশি এবং 2023 সালের মার্চ মাসে থাকা 5.89 শতাংশের থেকে কম ।

যদি আমরা প্রত্যেক মাসের তথ্যের কথা বলি, তাহলে তেল ও চর্বিজাতীয় খাবারের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার 11.72 শতাংশ এবং জ্বালানি ও আলোর বিভাগে 3.24 শতাংশ কমেছে ৷ বিভিন্ন বিভাগের বাকি আইটেমগুলি ইতিবাচক ক্ষেত্রে ছিল । মার্চ মাসে শাকসবজির দাম 28.34 শতাংশ, ডাল ও পণ্যের 17.71 শতাংশ, মশলা 11.40 শতাংশ, ডিম 10.33 শতাংশ এবং সিরিয়াল ও পণ্যের 8.37 শতাংশ বেড়েছে ।

তথ্য অনুযায়ী, মার্চ মাসে ওড়িশায় সর্বোচ্চ মূল্যবৃদ্ধির হার ছিল 7.05 শতাংশ । ফেব্রুয়ারিতেও শীর্ষে ছিল ওড়িশা এবং সর্বনিম্ন মূল্যবৃদ্ধি হয়েছে গত মাসের মতো দিল্লিতে, 2.42 শতাংশ । রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে কেন্দ্রের তরফে কাজ দেওয়া হয়েছে যাতে খুচরো পণ্যে মূল্যবৃদ্ধির হার 4 শতাংশে থাকে এবং মার্জিন 2 শতাংশ উপরে এবং নীচে ওঠানামা করে ।

কেয়ারএজ চিফ ইকোনমিস্ট রজনী সিনহা ইটিভি ভারতকে বলেছেন, "সিপিআই মূল্যবৃদ্ধি ব্যাপক প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে ফেব্রুয়ারিতে 5.1 শতাংশ থেকে মার্চ মাসে 4.9 শতাংশে নেমে এসেছে ৷ ধারাবাহিকভাবে চতুর্থ মাসে 4 শতাংশের থ্রেশহোল্ডের নীচে অবস্থান করছে মূল্যবৃদ্ধির হার । যদিও খাদ্যপণ্যের দাম প্রান্তিক হ্রাস সত্ত্বেও উচ্চ স্তরে রয়ে গিয়েছে । শাকসবজি, ডাল, ডিম এবং মশলার দ্বিগুণ দামের বাড়ার ফলে মূল্যবৃদ্ধি হয় ।"

আরও পড়ুন:

  1. মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে খুচরো বাজারে বাড়তি মজুত পেঁয়াজ ছাড়ছে কেন্দ্র
  2. পেঁয়াজের দর নিয়ন্ত্রণে এক ধাক্কায় চারগুণ রফতানি শুল্ক বাড়াল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক
  3. ভেজ থালি মহার্ঘ হলেও কমেছে আমিষ খাবারের চাহিদা; বলছে রিপোর্ট

ABOUT THE AUTHOR

...view details