পশ্চিমবঙ্গ

west bengal

অরুণাচল প্রদেশ ভারতের ভূখণ্ড, চিনের দাবির তীব্র বিরোধিতা আমেরিকার

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 12:22 PM IST

Indian Territory Arunachal Pradesh: অরুণাচল প্রদেশকে ভারতের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়ে চিনের দাবির তীব্র বিরোধিতা করল আমেরিকা ৷ বাইডেনের সরকারের তরফে স্পষ্ট করা হয়েছে, চিনের এই একতরফা দাবি কখনই মেনে নেওয়া যাবে না ৷

Arunachal Pradesh
Arunachal Pradesh

ওয়াশিংটন, 21 মার্চ: অরুণাচল প্রদেশকে ভারতীয় ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে আমেরিকা ৷ পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে তার আঞ্চলিক দাবিকে এগিয়ে নেওয়ার জন্য চিনের যেকোনো একতরফা প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে জো বাইডেনের সরকার । এমনটাই জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অরুণাচল প্রদেশে সফর গিয়েছিলেন ৷ সেখানে উন্নয়নমূলক বেশকিছু প্রকল্পের উদ্বোধনও করেন তিনি ৷ অরুণাচল প্রদেশে মোদির এই সফরের পরেই চিনের সেনা ফের উত্তর-পূর্ব এই রাজ্যকে নিজেদের বলে দাবি করে ৷ তাদের সেই দাবির পরেই কয়েকদিন আগে বাইডেন প্রশাসনের আধিকারিকের বিবৃতি সামনে আসে ৷ যেখানে অরুণাচল প্রদেশকে ভারতের ভূখণ্ডের অংশ হিসাবে স্পষ্ট করা হয়েছে ৷

চলতি সপ্তাহের শুরুর দিকে চিনা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অরুণাচল প্রদেশকে তাদের ভূখণ্ডের অংশ হিসাবে দাবি করা হয় ৷ তারা ভারতীয় ওই রাজ্যকে জাংনান-চিনের ভূখণ্ডের অন্তর্নিহিত অংশ হিসাবে অভিহিত করে ৷ চিনের মন্ত্রকের তরফে বলা হয়, বেইজিং অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের অবৈধ দাবিকে কখনোই মানে না এবং এবং দৃঢ়তার সঙ্গে এর বিরোধিতা করে ৷ 15 মার্চ চিনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ঝাং জিয়াওগাং বলেছেন, "জাংনান হল চিনের অন্তর্নিহিত অঞ্চল এবং চিন কখনই তথাকথিত 'অরুণাচল প্রদেশ'-এর উপর ভারতের অবৈধ দাবিকে স্বীকৃতি দেয় না এবং দৃঢ়ভাবে এর বিরোধিতা করে ।"

এই বিষয়ে বুধবার স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, "আমেরিকা অরুণাচল প্রদেশকে ভারতীয় ভূখণ্ড হিসাবে স্বীকৃতি দেয় এবং আমরা আঞ্চলিক দাবিকে এগিয়ে নেওয়ার জন্য সামরিক বা বেসামরিক, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা জুড়ে অনুপ্রবেশ বা সীমানা দখল নিয়ে চিনের একতরফা প্রচেষ্টার তীব্র বিরোধিতা করি ।"

এই প্রথম নয় ৷ চিন এর আগেও একাধিকবার অরুণাচল প্রদেশকে নিয়ে তাদের দাবি প্রত্যাখ্যান করে এর তীব্র বিরোধীতা করেছে ৷ ভারতের তরফে জোর দিয়ে বলা হয়েছে যে উত্তর-পূর্বের রাজ্যটি দেশের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে । বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, "এখানকার জনগণ আমাদের উন্নয়ন কর্মসূচি এবং অবকাঠামো প্রকল্পগুলি থেকে উপকৃত হবে ৷"

(সংবাদ সংস্থা-এএনআই)

আরও পড়ুন:

  1. অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, চিনকে জবাব বিদেশমন্ত্রকের
  2. অরুণাচল প্রদেশকে মান্যতা নয়, ফের ভারতকে উস্কানি চিনের
  3. অরুণাচলে দু‘ঘণ্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প

ABOUT THE AUTHOR

...view details