পশ্চিমবঙ্গ

west bengal

অষ্টম শ্রেণির ছাত্রীকে স্কুলেই শ্লীলতাহানি! ছবি-ভিডিয়ো ভাইরাল করার হুমকি শিক্ষকের বিরুদ্ধে

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 1:38 PM IST

Teacher Molested Student: এক অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে ৷ আর শ্লীলতাহানির ভিডিয়োও করে রাখত শিক্ষক ৷ কাউকে বলে দিলে প্রাণে মারারও হুমকি দেওয়া হত ওই ছাত্রীকে ৷ এছাড়া ওই শিক্ষক হয়রানিও করত পড়ুয়াকে ৷ তার জেরে বিরক্ত হয়ে ওই ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। পুলিশ পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

অষ্টম শ্রেণির ছাত্রীকে স্কুলেই শ্লীলতাহানি
Teacher Molested Student

আগ্রা, 12 ফেব্রুয়ারি:অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি। অভিযোগের তির স্কুলশিক্ষকের বিরুদ্ধে ৷ নাবালিকার অশ্লীল ছবি ও ভিডিয়োও করা হয়। আর তা ভাইরাল করার হুমকি দিয়ে ওই শিক্ষক ছাত্রীকে ক্রমাগত হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এতে ক্ষুব্ধ ওই ছাত্রী রবিবার থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ঘটনাটি আগ্রা জেলার পিধৌরা থানা এলাকার। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

স্কুলে তাকে উত্যক্ত করা হয়েছে বলেও জানিয়েছে ওই নাবালিকা ৷ তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে ৷ রবিবার, 14 বছর বয়সি ওই অষ্টম শ্রেণি ছাত্রী পুলিশের কাছে যায়। সে অভিযোগ করে, তার স্কুলে শিক্ষক 2023 সালের নভেম্বরে তাকে স্কুলেই শ্লীলতাহানি করেছিল। সে এই ঘটনার প্রতিবাদ করে এবং সকলকে বলে দেওয়ার কথা বললে, শিক্ষক তাকে প্রাণে মারার হুমকি দেয় ৷ শুধু তাই নয়, ওই শ্লীলতাহানির ভিডিয়ো ও ছবি তুলে রাখে অভিযুক্ত শিক্ষক ৷ আর তা ভাইরাল করে দেবে বলেও হুমকি দেয় ৷ শুধু তাই নয়, বাবা-মা ও ভাইকে খুনেরও হুমকি দেয় অভিযুক্ত ৷ এরপর এই ঘটনা পরিবারের সদস্যদের কাছে সবটা বলে দেয় বছর চোদ্দোর ওই নাবালিকা ৷

এবিষয়ে অভিযুক্তের সঙ্গে পরিবারের সদস্যরা যখন শিক্ষকের সঙ্গে কথা বলে তখন ফের প্রাণে মারার হুমকি দেওয়া হয় ৷ এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। অভিযুক্ত শিক্ষক অশ্লীল ছবি ও ভিডিয়ো ভাইরাল করার হুমকি দিয়ে ফের তাকে অত্যাচার করে ৷ এরপরই ছাত্রী ওই শিক্ষকের শিক্ষকের উপর বিরক্ত হয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। পিধৌরা থানার ইনচার্জ উদয়বীর সিং জানান, রবিবার নির্যাতিতা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনের মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:

  1. খেলতে গিয়ে ধর্ষণের শিকার নাবালিকা ! সরষে খেতে মিলল দেহ
  2. সহপাঠীদের হাতে গণধর্ষণের 'শিকার' নাবালিকা,অভিযুক্ত 8 ও 10 বছরের দুই নাবালক
  3. স্কুলশিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সুইসাইড নোট লিখে আত্মঘাতী নাবালিকা

ABOUT THE AUTHOR

...view details