পশ্চিমবঙ্গ

west bengal

মহাদেব ব্যাটিং অ্যাপ মামলায় বাংলা যোগ, কলকাতা থেকে গ্রেফতার 5 অভিযুক্ত - Mahadev batting App case

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 9:20 PM IST

Mahadev batting App case: মহাদেব বেটিং অ্যাপ নিয়ে বড় পদক্ষেপ ছত্তিশগড় পুলিশের। অর্জুন যাদবকে জিজ্ঞাসাবাদের পর কলকাতা থেকে এই মামলার আরও পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করো হয়েছে । এদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলেও জানিয়েছেন তদন্তকারীরা।

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

রায়পুর, 12 মে: মহাদেব বেটিং অ্যাপ মামলায় রায়পুর পুলিশের তৎপরতা ফের দ্রুত গতিতে শুরু হয়েছে। 9 মে বরখাস্ত ছত্তিশগড় পুলিশ কনস্টেবল অর্জুন যাদবকে মধ্যপ্রদেশের পঞ্চমাড়ি থেকে গ্রেফতার করা হয় ৷ এরপর থেকে অর্জুন যাদবকে লাগাতার জেরা করছে পুলিশ ৷ এই জেরা থেকেই পুলিশ জানতে পারে, মহাদেব বেটিং অ্যাপের সঙ্গে জড়িত অভিযুক্তরা কলকাতায় গা ঢাকা দিয়ে রয়েছে। এরপর রায়পুর পুলিশের একটি দল কলকাতায় অভিযান চালিয়ে শনিবার মোট পাঁচ অভিযুক্তকে এই মামলায় গ্রেফতার করে। অভিযুক্তরা সকলেই বিহারের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

রবিবার রায়পুরে এক সাংবাদিক বৈঠক করে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ছত্তিশগড় পুলিশের আইজি অমরেশ মিশ্র। তিনি বলেন, "অভিযুক্ত পাঁচজনই ফ্ল্যাটে লুকিয়ে বেটিং চক্র চালাচ্ছিল। অভিযুক্তরা সকলেই বিহারের বাসিন্দা এবং অর্জুন যাদবের প্যানেলের হয়ে কাজ করছিল। অভিযুক্তদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।" এরা সকলেই আইপিএল ম্যাচে বেটিং-এর সঙ্গে জড়িত ছিল বলেও দাবি পুলিশের ।

পুলিশি জিজ্ঞাসাবাদে মহাদেব বেটিং অ্যাপের মাধ্যমে আইপিএলে বেটি ধরার কথাও স্বীকার করেছে অভিযুক্তরা। পুলিশের দাবি, এরা সকলেই মহাদেব বেটিং অ্যাপের 364 আইডি প্যানেলের মাধ্যমে এই বেটিং চক্র চালাচ্ছিল। অভিযুক্তদের কাছ থেকে সাতটি ল্যাপটপ ও 19টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সবগুলোর দাম 6 লক্ষ 60 হাজার টাকা। এর আগেও বেটিং মামলায় আট অভিযুক্তকে গ্রেফতার করেছিল রায়পুর পুলিশ।

অভিযুক্তদের কাছ থেকে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও সন্ধান পেয়েছে পুলিশ। এখনও পর্যন্ত, পুলিশ জানতে পেরেছে, মোট 32 কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে মোট 35টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে ৷ যেখানে বিভিন্ন ধরনের লেনদেনও হয়েছে। যা এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ ৷ পুলিশ মোবাইল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাজার হাজার খেলোয়াড়ের তথ্য পেয়েছে। তদন্ত করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তরা মহাদেব বেটিং অ্যাপে হাওয়ালার মাধ্যমে লেনদেন করেছিল। এ সময় হাওয়ালা ও ব্যাংকের মাধ্যমে লেনদেনে সমস্যা দেখা দিলে অভিযুক্তরা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে লেনদেন করতে থাকে। এ বিষয়েও তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

গ্রেফতার সাহিল খান, পালিয়েও রেহাই পেলেন না 'স্টাইল' খ্যাত অভিনেতা

দুবাইয়ে গ্রেফতার মহাদেব বুক বেটিং অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা রবি উপ্পল, দেশে ফেরানোর উদ্যোগ

ABOUT THE AUTHOR

...view details