পশ্চিমবঙ্গ

west bengal

নমাজ পড়াকালীন মারধরের অভিযোগে বরখাস্ত পুলিশ অফিসার

By ANI

Published : Mar 9, 2024, 4:23 PM IST

Inderlok Viral Video Incident: নমাজ পড়ার সময় কয়েকজন ব্যক্তিকে মারধর করে উঠিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুিদ্ধে ৷ দিল্লির ইন্দ্রোলেক মেট্রো স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা ৷ ভাইরাল হওয়া ভিডিয়ো ক্লিপ দেখে বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত পুলিশ আধিকারিককে ৷

Police Officer Hitting Few Men
নমাজ পড়ার সময় কয়েকজন ব্যক্তিকে মারধর

বরখাস্ত পুলিশ অফিসার

নয়াদিল্লি, 9 মার্চ: রাস্তায় নমাজ পড়ছিলেন কয়েকজন ৷ সেই সময়ে তাদের উপর চড়াও হয় এক পুলিশ আধিকারিক ৷ এইরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ জানা গিয়েছে, এটি ইন্দ্রোলোক এলাকার ঘটনা ৷ শনিবার দিল্লি পুলিশের পক্ষ থেকে নিন্দা করা হয়েছে এই ঘটনার ৷

ঘটনার তীব্র নিন্দা করে একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ সেখানে সাধারণ নাগরিককে সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রাখাতে অনুরোধ করা হয়েছে ৷ এই ঘটনার জন্য পুলিশের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে ৷ ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন দিল্লি পুলিশের ডিসিপি (নর্থ-ইস্ট) ৷ সেখানেই তিনি বলেন, "উত্তর-পূর্ব জেলার মানুষ সবসময় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সমর্থন করেছে। আমরা ইন্দরলোকের ঘটনার তীব্রভাবে নিন্দা করছি । সেই সঙ্গে পুলিশকেও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অভিযুক্ত পুলিশ কর্মীকে চিহ্নিত করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লখ করেন ৷ পাশাপাশি গুজব না-ছাড়ানোর অনুরোধ করেছেন ৷"

ইতিমধ্যেই ডেপুটি কমিশনার অফ পুলিশ মনোজ কুমার মীনা বলেন," ওই পুলিশ আধিকারিক পুলিশ চৌকির ইনচার্জ ৷ ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ তাঁর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে ৷"

প্রাথমিক জানা গিয়েছে চলতি সপ্তাহে প্রথম দিকে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ সেখানেই দেখা গিয়েছে কয়েকজন ব্যক্তি রাস্তায় নামাজ পড়ছে ৷ সেই সময়েই এক পুলিশ তাঁদের মারধর করে সেখান থেকে হটানোর চেষ্টা করছেন ৷ এরপরই ওই ব্যক্তিদের সঙ্গে সংশ্লষ্ট পুলিশ আধিকারিকের হাতাহাতি হয় ৷ অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম মনোজ কুমার তোমার ৷ মাত্র দু‘মাস আগেই তাঁকে সারাই রহিলা পুলিশ স্টেশনে বদলি হয়ে এসেছেন ৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির ইন্দ্রোলোক এলাকায় 3 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স মোতায়েন কারার কথা উল্লেখ করা হয়েছে ৷ এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বৈঠক করা হচ্ছে ৷ পুলিশের যুগ্ম-কমিশনার (উত্তর) পরমাদিত্য (Parmaditya) শনিবার জানান, এলাকা এখন শান্ত আছে ৷ সমস্ত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. কাজিরাঙা উদ্যানে হাতির পিঠে সফর প্রধানমন্ত্রীর, করলেন জিপ সাফারিও
  2. নিরাপত্তায় কড়াকড়ি, বিস্ফোরণের আতঙ্ক কাটিয়ে ফের খুলল রামেশ্বরম ক্যাফে
  3. 'আমি পারলাম না', সুইসাইড নোট লিখে ফের কোটায় আত্মহত্যা ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার

ABOUT THE AUTHOR

...view details