পশ্চিমবঙ্গ

west bengal

মোদির বিরুদ্ধে বারাণসীতে লড়ছেন অজয় রাই, চতুর্থ তালিকায় কোচবিহারে প্রার্থী দিল কংগ্রেস - CONG FIELDS AJAY RAI IN VARANASI

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 11:06 PM IST

Updated : Mar 24, 2024, 6:17 AM IST

Congress candidate Ajay Rai in Varanasi: পশ্চিমবঙ্গের কোচবিহার আসন থেকে কংগ্রেসের প্রতীকে ভোটে লড়বেন পিয়া রায়চৌধুরী ৷ অন্যদিকে বারাণসী থেকে প্রার্থী করা হয়েছে অজয় রাইকে ৷

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 23 মার্চ: চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস ৷ পশ্চিমবঙ্গের কোচবিহার আসন থেকে কংগ্রেসের প্রতীকে ভোটে লড়বেন পিয়া রায়চৌধুরী ৷ অন্যদিকে বারাণসী থেকে প্রার্থী করা হয়েছে অজয় রাইকে ৷ সুতরাং নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধি বা গান্ধি পরিবারের অন্য কাউকে প্রার্থী করল না কংগ্রেস ৷

এর আগে, পশ্চিমবঙ্গের আট আসন-সহ সারা দেশে 57 আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে কংগ্রেস ৷ এর মধ্যে উল্লেখযোগ্যভাবে, বহরমপুর আসন থেকে ভোটে লড়াই করছেন অধীর চৌধুরী ৷ পাশাপাশি পুরুলিয়া থেকে নেপাল মাহাতো, উত্তর কলকাতা আসন থেকে প্রদীপ ভট্টাচার্য, মালদা দক্ষিণ আসন থেকে ঈশা খানকে প্রার্থী করেছে কংগ্রেস ৷ মালদা দক্ষিণে আবু হাসেম খান চৌধুরির পরিবর্তে ঈশা খান যে প্রার্থী হচ্ছেন, সে কথা আগেই জানিয়েছিল ইটিভি ভারত ৷ তাছাড়া মুর্শিদাবাদ আসনে প্রার্থী দেয়নি কংগ্রেস। সেখান থেকে লড়ছেন সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম।

গত বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণার পর উত্তর কলকাতার কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য বলেন, "লড়াই কঠিন ৷ তারপরও আমাকে মানুষ চেনে ৷ আমি সহজ-সরল সাধারণ জীবন-যাপনে অভ্যস্ত ৷" একই সঙ্গে, রাজ্যে বামেদের সঙ্গে হাত মিলিয়েই কংগ্রেস লড়াই করছে বলেও জানান প্রদীপ ভট্টাচার্য ৷ সেই সঙ্গে, এই আটটি আসন বামেরা তাদের ছেড়েছে বলেও জানান কংগ্রেস প্রার্থী ৷ কংগ্রেসের প্রার্থী তালিকায় দেখা গিয়েছে গুলবার্গা থেকে দলের প্রধান মল্লিকার্জুন খাড়গের জামাই রাধাকৃষ্ণ এবং সোলাপুর থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীলকুমার শিন্ডের মেয়ে প্রণিতি শিন্ডেকে প্রার্থী করা হয়েছে। এই নিয়ে চতুর্থ প্রার্থী তালিকা মিলিয়ে লোকসভা নির্বাচনে মোট 138 জন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস ৷

প্রসঙ্গত, ভোটের আগে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে ৷ যা নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন সোনিয়া-রাহুল দু'জনেই ৷ যে পদ্ধতিতে দেশের সবচেয়ে পুরনো দলের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তা গেরুয়া শিবিরের প্রতিহিংসামূলক রাজনীতির প্রতিচ্ছবি বলেও দেগে দিয়েছে কংগ্রেস ৷

আরও পড়ুন:

  1. বাংলায় 8 আসনে প্রার্থী দিল কংগ্রেস, তালিকায় অধীর থেকে প্রদীপ
  2. জেঠু গনি খানকে আঁকড়েই প্রচার শুরু ইশার, ভাবছেন না বাম জোট নিয়ে
Last Updated : Mar 24, 2024, 6:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details