পশ্চিমবঙ্গ

west bengal

বাদ পুনম মহামজন, মুম্বই হামলার আইনজীবী উজ্বল নিকমকে প্রার্থী করল বিজেপি - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 11:07 PM IST

Mumbai North Central Lok Sabha Seat: হাই প্রোফাইল মুম্বই উত্তর-মধ্য আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। বিশিষ্ট আইনজীবী উজ্বল নিকমকে প্রার্থী করল গেরুয়া শিবির।

ujjwal nikam and poonam mahajan
বাদ পুনম মহামজন, মুম্বই হামলার আইনজীবী উজ্বল নিকমকে প্রার্থী করল বিজেপি

মুম্বই, 27 এপ্রিল: হাই প্রোফাইল মুম্বই উত্তর মধ্য আসনে প্রার্থী বদল করল বিজেপি । গত দুটি লোকসভা নির্বাচনে এখান থেকে জিতেছেন পুনম মহাজন। এবার তাঁর জায়গায় প্রার্থী হলেন বিশিষ্ট আইনজীবী উজ্বল নিকম। 26/11 মুম্বই হামলার এই আইনজীবীকেই প্রার্থী হিসেবে বেছে নিল গেরুয়া শিবির।

পুনম মহাজনের বাবা ছিলেন বিজেপির বিশিষ্ট নেতা প্রমোদ মহাজন। অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে লালকৃষ্ণ আদবানীর পর দলের দ্বিতীয় প্রজন্মের অন্যতম প্রধান এই নেতার মৃত্যু হয় ভাইয়ের গুলিতে। সেই প্রমোদের মেয়ে পুনমকে এই আসন থেকে সংসদে পাঠিয়েছিল বিজেপি। পাশাপাশি একটা সময়ে দলের মহিলা মোর্চার দায়িত্বেও ছিলেন পুনম।

কিন্তু কেন প্রার্থী বদল করা হল? বিজেপির নেতা-কর্মীদের অনেকই বলছেন, দলের সমীক্ষায় দেখা গিয়েছে, জনপ্রিয়তা কমেছে পুনমের। শুধু তাই নয়, এই নির্বাচনে তিনি জিতবেন, এমন সম্ভাবনাও অনেকটাই কম বলে মনে করছে বিজেপি। তবে এই সিদ্ধান্ত নেওয়া যে বিজেপির পক্ষে খুব সোজা ছিল, এমন নয় । আর তার জেরেই দীর্ঘদিন অপেক্ষা করেই সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। আইনজীবী হিসেবে উজ্বল নিকমের জনপ্রিয়তা নিয়ে কোনও প্রশ্ন নেই। একাধিক গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন উজ্বল । শেষমেশ তাঁর উপরেই ভরসা রাখল বিজেপি ।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিজেপি অনেক দিন ধরেই পুনমের বদলি হিসেবে কোনও প্রার্থীকে খুঁজছিল। কিন্তু তেমন কোনও যোগ্য মুখ মিলছিল না। আর তার জেরেই প্রার্থী ঘোষণায় এতটা দেরি হল। মুম্বইয়ের ভোট ঘিরে চিরকালই উত্তেজনা পারদ চড়ে রাজনৈতিক মহলে । এবারও মায়ানগরী থেকে লড়ছেন একাধিক হেভিওয়েট । মাত্র কয়েকদিন আগেই মুম্বই কংগ্রেসের দুই পরিচিত নেতা শিরোনামে আসনে। দলত্যাগ করেন মুরলী দেওয়ার পুত্র মিলিন্দ দেওয়া। আর দলবিরোধী কার্যকলাপের জন্য সাসপেন্ড হন সঞ্জয় নিরুপম।

আরও পড়ুন:

  1. তাঁর গ্রেফতারিতে নষ্ট হয়েছে নির্বাচনের অবাধ ও সুষ্ঠু পরিবেশ, সুপ্রিম কোর্টে দাবি কেজরিওয়ালের

ABOUT THE AUTHOR

...view details