পশ্চিমবঙ্গ

west bengal

Kalyan Banerjee Criticises Rajib Banerjee: কালো পতাকা দেখিয়ে ভদ্রতা দেখিয়েছে ডোমজুড়, কল্যাণের নিশানায় রাজীব

By

Published : Dec 18, 2021, 6:43 PM IST

Updated : Dec 18, 2021, 7:54 PM IST

ফের রাজীব বন্দ্য়োপাধায়কে তীব্র আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায় (Kalyan Banerjee Criticises Rajib Banerjee) ৷ শনিবার ডোমজুড়ে রাজীব বন্দ্য়োপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা ৷ সেই প্রসঙ্গে এদিন শ্রীরামপুর রাজীবের নাম করে কল্যাণ বলেন, "ডোমজুড় কবে থেকে ওর এলাকা হল ? ওকে শুধু কালো পতাকা দেখিয়েছে, ভদ্রতা দেখিয়েছে ডোমজুড়ের লোকজন ৷ ও ডোমজুড়ে ঘুরে বেড়াচ্ছে কেন? এরপর ওর সঙ্গে অন্য কিছু হবে ৷ অভিষেক বন্দ্য়োপাধ্যায় তো আমাকে বলেছিল 2024 পর্যন্ত ত্রিপুরায় থাকবে রাজীব বন্দ্যোপাধ্যায় । পশ্চিমবাংলায় থাকবে না । ও এখন ডোমজুড়ে ঘুরে বেড়াচ্ছে কেন ৷" উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব ৷ কিন্তু বিজেপির টিকিটে জিততে না পেরে ভোটের পর ফের তৃণমূলে ফিরে আসেন তিনি ৷ এই নিয়ে এর আগেও প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন কল্যাণ ৷
Last Updated :Dec 18, 2021, 7:54 PM IST

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details