পশ্চিমবঙ্গ

west bengal

Suvendu Adhikari: উত্তর না দেওয়ার অধিকার আছে, এই বলে কাঁথি পৌরসভা থেকে সারদার নথি উধাও প্রসঙ্গ এড়ালেন শুভেন্দু

By

Published : Jul 31, 2022, 11:01 PM IST

কাঁথি পৌরসভা থেকে সারদার নথি উধাও প্রসঙ্গে প্রশ্ন এড়িয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu avoid the issue of Sarada missing documents from Contai municipality)। রবিবার বোলপুরের হরগৌরীতলায় প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন তিনি ৷ প্রয়াত চিকিৎসকের সঙ্গে তাঁদের পারিবারিক সম্পর্কের কথা বলেন ৷ এর মধ্যে কাঁথি পৌরসভা থেকে সারদার নথি উধাও সম্পর্কে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান(Suvendu Adhikari)৷

ABOUT THE AUTHOR

...view details