পশ্চিমবঙ্গ

west bengal

Jhargram Kumud Kumari Institution: শিক্ষকের ভূমিকায় ছাত্ররা, ঝাড়গ্রামের কুমুদ কুমারী ইনস্টিটিউশনে অন্য চিত্র

By

Published : Sep 6, 2022, 4:43 PM IST

দেশ জুড়ে যখন পালিত হচ্ছে শিক্ষক দিবস, ঠিক সেই সময় ক্লাস নেওয়া থেকে শুরু করে এমনকী স্কুল পরিচালনা করতে দেখা গেল স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির 40 জন ছাত্রকে (Students Play Role of Teacher)। কেউ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছে, কেউবা ছাত্রদের ক্লাস নিচ্ছেন, আবার কেউ স্কুলের প্রশাসনিক কাজকর্ম সামলাচ্ছে । সোমবার শিক্ষক দিবসের দিন এমনই চিত্র ফুটে উঠেছে ঝাড়গ্রামের কুমুদ কুমারী ইনস্টিটিউশনে (Jhargram Kumud Kumari Institution)। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ক্লাস নেয় স্কুলেরই ছাত্ররা । শিক্ষক দিবসের দিন শিক্ষকদের গুরুত্ব কতখানি, প্রধান শিক্ষকের দায়িত্বই বা কতটা সেই সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জন করে খুশি ছাত্ররা ।

ABOUT THE AUTHOR

...view details