পশ্চিমবঙ্গ

west bengal

Strawberry Cultivation at Mejia : মেজিয়া শিল্পাঞ্চলে কৃষকদের দিশা দেখাচ্ছে স্ট্রবেরি চাষ

By

Published : May 21, 2022, 5:10 PM IST

উত্তর বাঁকুড়ার মেজিয়া শিল্পাঞ্চল । শিল্পাঞ্চলের কালো ধোঁয়া এবং মাত্রাধিক দূষণের ফলে মেলে না সঠিক ফলন । তাই কৃষিকাজে বিমুখ স্থানীয় কৃষকরা । এবার সেই কৃষকদের আশার আলো দেখাচ্ছে কৃষি দফতর । শীতকালীন ফসলের বিকল্প চাষ হিসাবে স্ট্রবেরি চাষের প্রদর্শনী করেছিল মেজিয়া ব্লক সহ কৃষি অধিকর্তারা । স্ট্রবেরী চাষের সেই সফলতার ছবি তুলে ধরলেন কৃষি আধিকারিকরা । কৃষি দফতরের দাবি প্রাথমিক পর্যায়ের এই ট্রায়ালে মিলেছে ব্যাপক সাফল্য । কৃষকরাও শিল্পাঞ্চলে বিকল্প চাষ হিসেবে আগামী দিনে স্ট্রবেরি চাষকে গুরুত্ব দিতে চলেছেন (Strawberry Cultivation in Bankura)।

ABOUT THE AUTHOR

...view details