পশ্চিমবঙ্গ

west bengal

Boat Capsized in Jalpaiguri: তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ এক

By

Published : Sep 3, 2022, 10:58 PM IST

তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে প্রবল স্রোতে ডুবল নৌকা। তাতে নিখোঁজ এক মৎস্যজীবী ও উদ্ধার দুই ৷ সূত্রের খবর, ময়নাগুড়ির দাসপাড়ার তিন মৎস্যজীবী কমল দাস, কৃষ্ণ দাস ও গম্ভীর দাস ডিঙি নৌকা করে তিস্তা নদীতে মাছ ধরতে যান। তখনই প্রবল স্রোতে নৌকাডুবি ঘটে (Boat Capsized in Jalpaiguri) ৷ সাঁতরে ডাঙ্গায় উঠে আসেন গম্ভীর দাস ৷ এরপর স্থানীয়রা কৃষ্ণদাসকে থার্মোকলের ভেলা ভাসিয়ে উদ্ধার করেন। কমলের খোঁজে এখনও তল্লাশি চালানো হচ্ছে (One Fisherman Missing on Boat Capsized)। উদ্ধার হওয়া মৎস্যজীবী গম্ভীর দাস জানান, হঠাৎই নৌকার ওপর জলের স্রোত আছড়ে পড়ে, এরপরই তাঁদের নৌকা ডুবে যায়। কিছুক্ষণ পর আবার নৌকা ভেসে ওঠে। তারপর তিনি সাঁতরে পাড়ের দিকে আসেন ৷ নৌকাডুবির খবর পেয়েই ময়নাগুড়ি ব্লক প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সিভিল ডিফেন্স এবং দুর্যোগ মোকাবিলা দফতরের কর্মীরাও নদীতে নেমে কৃষ্ণ দাসের খোঁজে তল্লাশি চালিয়েও সন্ধ্যা পর্যন্ত খোঁজ পায় না। আগামিকাল ফের তল্লাশি চলবে ৷

ABOUT THE AUTHOR

...view details